Purba Burdwan News : চোর সন্দেহে গণপিটুনিতে খুন ! পূর্ব বর্ধমানে জোড়া ঘটনায় প্রাণ গেল ৩ জনের
Crime News : জামালপুর গরুচোর সন্দেহে ২ ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এদিকে, কেতুগ্রামে চোর সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
কমলকৃষ্ণ দে ও রাণা দাস, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমানের (Purba Burdhaman) জামালপুরে গরুচোর সন্দেহে ২ জনকে পিটিয়ে খুনের অভিযোগ। স্থানীয় দক্ষিণ ময়না এলাকায় গোরুচোর সন্দেহে ২ ব্য়ক্তিকে গণপিটুনির অভিযোগ (Lynching Allegation)। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে (Burdwan Medical College) নিয়ে গেলে ১ জনকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। হাসপাতালেই মৃত্য়ু হয় অপর জনের। এদিকে, কেতুগ্রামে চোর সন্দেহে এক নাবালককে পিটিয়ে খুন করারও অভিযোগ উঠেছে।
একই দিনে পূর্ব বর্ধমানের দুই প্রান্তে চোর সন্দেহে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। জামালপুর গরুচোর সন্দেহে ২ ব্য়ক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এদিকে, কেতুগ্রামে চোর সন্দেহে নবম শ্রেণির এক ছাত্রকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে।
জামালপুরের দক্ষিণ ময়না এলাকায় গত কয়েক মাস ধরে গরু ও মোষ চুরি যাচ্ছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের দাবি, শুক্রবার গভীর রাতে ভাঙাভাঙির শব্দে ঘুম ভেঙে যায় কয়েক জনের। তাঁরা দেখেন গোয়াল ঘরের তালা ভেঙে মোষ ও গরু বের করার চেষ্টা করছে কয়েক জন। গ্রামবাসীরা ধাওয়া করলে কয়েক জন গাড়িতে করে পালিয়ে যায়। পাশেই পুকুরে নেমে পড়ে ২ জন। পুকুর থেকে তুলে এনে তাদের গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে জামালপুর থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ২ জনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাসালে নিয়ে যাওয়া হলে ১ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে হাসপাতালে অপর জনের মৃত্য়ু হয়। মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি।
অন্য়দিকে, কেতুগ্রামের পাণ্ডুগ্রামের বাসিন্দা নবম শ্রেণির এক ছাত্র শুক্রবার দুই বনধুর সঙ্গে নিজের হারিয়ে যাওয়া পোষ্য পায়রা আনতে পাশের গ্রামে যায়। একজনের বাড়ি থেকে পায়রা নিতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ে যায়। এক জন পালিয়ে গেলেও অপর জনকে আটকে রেখে চড় থাপ্পর মারা হয় বলে অভিযোগ। তবে নবম শ্রেণির ওই ছাত্রের রাতভর তার কোনও খোঁজ পায়নি পরিবার। শনিবার সকালে কেতুগ্রাম থানার পুলিশ তার দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে কেতুগ্রাম থানার পুলিশ।
আরও পড়ুন- চাকরি চেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে বিক্ষোভ দেখানোয় লক আপে , জামিন অযোগ্য ধারায় মামলা
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y