Purba Medinipur News: নির্দল প্রার্থী হিসেবে ভোটে নামতে অনড়, দুই নেতাকে বহিষ্কার তৃণমূলের
Purba Medinipur News: দল চরম ব্যবস্থা নিলেও, নিজেদের অবস্থানে অনড় নির্দল প্রার্থীরা। হুগলির ভদ্রেশ্বরেই নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটের প্রচারে নামেন নির্দল প্রার্থী।
ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বার্তা দিয়েছিলেন খোদ দলনেত্রী (Mamata Banerjee)। তার পরেও নির্দেশ কানে তোলেননি। নির্দল প্রার্থী হিসেবে ভোটের ময়দানে নামার প্রস্তুতি চালিয়ে যাচ্ছিলেন। তার জেরে পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur News) দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল (TMC)।
আসন্ন পরসভা নির্বাচনে (WB Municipal Election 2022) সেখানে ৬ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হয়েছিলেন বৈদ্যনাথ পাত্র। ৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন শাহজাহান মল্লিক ওরফে তাহের। তাঁদের দু’জনকেই বহিষ্কার করা হল। এগরার বিধায়ক তথা পূর্ব মেদিনীপুরে জেলা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণকুমার মাইতি সাংবাদিক বৈঠক করে তার ঘোষণা করলেন।
পুরসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘিরে শুরু থেকেই দ্বন্দ্ব চলছে তৃণমূলে। দলের কাছ থেকে টিকিট না পেয়ে বহু নেতা নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই নিয়ে দলের তরফে বার বার সতর্ক করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায় খোদ এ নিয়ে সকলকে সতর্ক করেন।
আরও পড়ুন: West Bengal News Live: হুঁশিয়ারির পরেও ভোটের লড়াইয়ে অনড়, উত্তর ২৪ পরগনায় বহিষ্কার করল তৃণমূল
কিন্তু তার পরেও নির্দল হিসেবে ভোটে নাম লেখানোর রীতিতে ছেদ পড়েনি। এমন পরিস্থিতিতে বিগত কয়েক দিনে একাধিক নেতাকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল। আরামবাগ পুরসভার চার এবং এগরার দুই নির্দল প্রার্থীকে বহিষ্কার করেছে তৃণমূল। ডানকুনিতেও এক গোঁজ প্রার্থীক বহিষ্কার করা হয়েছে।
তবে দল চরম ব্যবস্থা নিলেও, নিজেদের অবস্থানে অনড় নির্দল প্রার্থীরা। হুগলির ভদ্রেশ্বরেই নিহত তৃণমূল নেতার ছবি নিয়ে ভোটের প্রচারে নামেন নির্দল প্রার্থী।আর তাঁর সমর্থনে ময়দানে নেমেছেন তৃণমূল কর্মীদেরই একাংশ। গোঁজ প্রার্থী সরাতে যখন বহিষ্কারের কড়া পথে হাঁটছে তৃণমূল নেতৃত্ব, তখন এই ছবি ধরা পড়েছে ভদ্রেশ্বর পুরসভার সাত নম্বর ওয়ার্ডে। তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।