R G Kar Case One Year: 'সিবিআই সবকিছু জানে, কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে', বিস্ফোরক অভয়ার বাবা !
R G Kar Protest: আর জি করকাণ্ডের এক বছর, প্রতিবাদে 'অভয়া রাত' । কলকাতা থেকে সোদপুর-মিছিল, রাতভর জমায়েত ...

কলকাতা : "সিবিআই সবকিছু জানে। কোথাও না কোথাও ম্যানেজ হয়েছে। ম্যানেজ হয়ে প্রকাশ্যে আনবে না।" কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অভয়ার বাবা। শ্যামবাজারের পথসভা থেকে এদিন তিনি বক্তব্য রাখেন। সিবিআই তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, "গত পরশু আমরা দিল্লি গিয়েছিলাম। গতকাল সিবিআই হেড অফিস গিয়েছিলাম। সিবিআই ৯৩টা সিএফএসএল রিপোর্ট তৈরি করেছে। আমি এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি, সিবিআইয়ের যেসমস্ত অফিসার এই মামলার তদন্ত করছেন, এই ৯৩টা সিএফএসএল রিপোর্টের মধ্যে কোথায় কী আছে, কী তথ্য লুকিয়ে আছে, তাঁরা সব জানেন। কিন্তু, তাঁরা চোখ বন্ধ করে আছেন। কিছু বলবেন না।"
কী কথা হল সিবিআই ডিরেক্টরের সঙ্গে ? এদিন তার বিস্তারিত বর্ণনা দেন নিহত চিকিৎসকের বাবা। তিনি বলেন, "ডিরেক্টরকে (সিবিআইয়ের) বিভিন্ন প্রশ্ন করতে থাকি। তখন সিবিআইয়ের ডিরেক্টর আমায় বলেন, আমি কাউকে এত সময় দিই না। আপনারা যেহেতু আপনার মেয়েকে হারিয়েছেন, তাই আপনাদের সময় দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করি, কোনও প্রশ্নের উত্তর সিবিআই দিতে পারছে না। হয়ত দিচ্ছেন না। দিতে পারছেন না, এই কথাটা বলতে আমাদের এখন আর মন চায় না। সিবিআই ডিরেক্টর উঠে চলে যাচ্ছেন। বলছেন, এই মামলা আমরা ছেড়ে দেব। আমি তখন পরিষ্কার বলি, আদালতে গিয়ে আপনাকে বলতে হবে এই মামলা ছেড়ে দেবেন। আমাদের কোনও দুঃখ নেই। উনি আবার এসে চেয়ারে বসে পড়েন। একজন সিবিআই ডিরেক্টরকে আগের বার সামনে পেয়ে যে কথাগুলো শুনিয়েছিলাম, উনি স্বপ্নেও ভাবতে পারেননি একজন সাধারণ মানুষের কাছে থেকে তাঁকে এই কথা শুনতে হবে। গতকাল যখন যাই, সেই একটা কথা গেলানোর জন্য ...সঞ্জয় রায় ছাড়া কাউকেই পাচ্ছেন না...এই কথাটা গেলানোর চেষ্টা করে যাচ্ছেন। সিবিআইয়ে তদন্তকারী অফিসার আমাদের বাড়িতে এসেও চেষ্টা করছেন। সিবিআইয়ের দিল্লি অফিসও যখন যাচ্ছি, তখন তাঁরাও একই কথা বুঝিয়ে আমাদের বাড়ি পাঠানোর চেষ্টা করছেন। কিন্তু, আমরা তো বুঝতে চাইছি না। আমরা সঠিক তথ্য জানি এবং এটাও জানি যে, সিবিআই সবকিছু জানে।"
এক বছর আগে, যে রাত শেষ করে দিয়েছিল স্বপ্ন, নড়িয়ে দিয়েছিল বিশ্বাসের ভিত, কেড়ে নিয়েছিল মা-বাবার সন্তান। শোকাতুর করেছিল গোটা রাজ্যকে, গোটা দেশকে, গোটা বিশ্বকে। আর জি মেডিক্যাল কলেজে, কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসককে ধর্ষণ ! খুন ! এক বছর আগে এই খবর শোনা মাত্র হতবাক হয়ে গেছিল গোটা রাজ্য ! শোক। শোক থেকে ক্ষোভ। ক্ষোভ থেকে প্রতিবাদ। প্রতিবাদের আগুন। তারপর তা দাবানলের চেহারা নেয়। এক বছর হয়ে গেল সেই ঘটনার। গতকাল থেকেই এই ঘটনায় সুবিচারের দাবিতে পথে মানুষ। SFI, DYFI, মহিলা সমিতি বিভিন্ন জায়গায় মিছিল করছে। কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার মিছিল জুনিয়র ডাক্তারদের। 'অভয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' প্ল্যাকার্ড হাতে মিছিল করে এসে শ্যামবাজারে জমায়েত করেন আন্দোলনকারীরা। রাত জাগার কথা তাঁদের। এদিন শ্যামবাজারের পথসভা থেকে সরব হলেন অভয়ার মা-বাবা।






















