R G Kar Protest : আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো
Kolkata Metro Railway : সকাল থেকে যান চলাচল স্বাভাবিক না-থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো, যাতে কাজে যেতে কোনও অসুবিধে না হয় সাধারণ মানুষের।
![R G Kar Protest : আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো R G Kar Protest Suci Strike On 16 August Kolkata Metro To Take Special Initiative R G Kar Protest : আজ ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক SUCI-র, বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা মেট্রো](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/16/e87ad9fa7a2ac9e90c5ecfd51c6bb8f1172377266499553_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে পুলিশের সামনেই প্রায় ৪০ মিনিট ধরে চলে কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। ভাঙচুর চলে জরুরি বিভাগ থেকে মেডিসিন সেন্টারে। তছনছ করে দেওয়া হয় জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চ। নেপথ্যে রাজনীতি দেখছে আন্দোলনকারীদের একাংশ। এই পরিস্থিতিতে শুক্রবার ১২ ঘণ্টা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে SUC। অন্যদিকে বামেরা পালন করছে ধিক্কার দিবস। দুপুর ২টোয় বিজেপির রাস্তা রোকো। সব মিলিয়ে কলকাতার পরিবেশ আজ দিনভরই উত্তপ্ত। সকাল থেকে যান চলাচল স্বাভাবিক না-থাকার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নিল কলকাতা মেট্রো, যাতে কাজে যেতে কোনও অসুবিধে না হয় সাধারণ মানুষের।
কলকাতা মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে একটি সংগঠন, আর তাই সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে মেট্রোরেল কর্তৃপক্ষ সতর্ক থাকছে। ১৬ তারিখ, শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত, অর্থাৎ বনধের সময়টায় প্রতি লাইনে স্বাভাবিক সময় অনুসারে যাতে মেট্রো চলে, তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিন ভোর থেকে অন্যদিনের মতোই পরিষেবা পাওয়া যাবে। ব্লু লাইন, গ্রিন লাইন, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইনে স্বাভাবিক সময় অনুসারে মেট্রো চলবে। অর্থাৎ মেট্রোর প্রতিটি রুটেই পরিষেবা পাওয়া যাবে।
মেট্রো পরিষেবাগুলি স্বাভাবিক রাখার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। যাত্রীদের কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না। শুক্রবার সময়সূচী অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক ভাবে মেলে, তার জন্য মেট্রো স্টেশনে পর্যাপ্ত কর্মী মোতায়েন করা হয়েছে। যে কোনও জরুরি পরিস্থিতি সামাল দিতে এবং যাত্রীদের সাহায্য করতে মেট্রো স্টেশনগুলিতে পর্যাপ্ত নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে। উচ্চ-স্তরের মেট্রো আধিকারিকরা যে কোনও কোনও পরিস্থিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মেট্রো রেল ভবন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন অধিকর্তারা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)