Ram Navami 2025: রামনবমীতে অশান্তির আশঙ্কা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ! 'উস্কানিতে পা দেবেন না..'
Humayun Kabir On Ram Navami 2025: দোরগড়ায় রামনবমী, কী আশঙ্কা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ?

কলকাতা: রামনবমীতে অশান্তির আশঙ্কা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের। 'রামনবমীর নামে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চলছে। কেউ কোনও উস্কানিতে পা দেবেন না, মন্তব্য হুমায়ুন কবীরের।
রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিন হাজার শোভাযাত্রা বের করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি। পাল্টা তৃণমূলও পথে নামার প্রস্তুতি নিচ্ছে। দল অনুমতি দিলে ভবানীপুরে জমায়েতের ডাক দিলেন মদন মিত্র। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুঁশিয়ারিও দিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, 'শুভেন্দু রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা, দিল্লি থেকে আরও বেশি ফোর্স চেয়ে নে...।' বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, 'ও নিজে বেরোতে পারবে কিনা দেখুক।' রবিবার রামনবমী।তার আগে রাজনৈতিক বাগযুদ্ধ চরমে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপির মধ্য়ে যেন হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারির কম্পিটিশন চলছে। রাম-ভক্তদের লড়াইয়ে কাঁপছে রাজনীতির আঙিনা।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'সনাতনীদের উপর আঘাত এসে পড়ছে।জাগো হিন্দু। জাগো হিন্দু। জাগো হিন্দু। সনাতনের জয় হোক।'
কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন,'পার্টি যদি অ্যালাও করে তাহলে এখানে ওই তারিখে রামনবমীর এমন জমায়েত করে দিন যে হনুমান এলেও একলাফে সাগর পেরিয়েছিল, ওই মিছিল পার করে যাওয়ার মতো শক্তি যেন আজকের কোনও হনুমানের না থাকে। শুভেন্দু রামনবমীর আগে পরে বাড়ি থেকে বেরোতে পারবি কিনা, দিল্লি থেকে আরও বেশি ফোর্স চেয়ে নে, নাহলে দিঘার সমুদ্রের মতো জগন্নাথ মন্দিরের আশীর্বাদ নিয়ে এত লক্ষ মানুষ হাজির হয়ে যাবে বোধহয় তোর আর শান্তিনিকেতনের বাইরে, শান্তি আলয়ের বাইরে থেকে আর বোধহয় বেরনো সম্ভব হবে না। 'রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যজুড়ে তিনহাজার শোভাযাত্রা, ১ লক্ষ পুজোর আয়োজন করছে শ্রীরাম নবমী উদযাপন সমিতি।যাদবপুর ক্যাম্পাসে রামনবমী পালনের হুঁশিয়ারি দিয়েছে RSS-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পিছিয়ে নেই তৃণমূলও।বিধানসভা নির্বাচনের আগে রাম নবমীর এই লড়াইয়ে পথে নামছে তারাও।
আরও পড়ুন, ডোমকলের রাস্তায় 'চলন্ত খাট' ! দেখুন ভাইরাল ভিডিও
বরানগর তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, 'পুজো হবে বিভিন্ন জায়গায়। পদযাত্রা করব আমরা এখানে। বিভিন্ন সকলে মিলে। রামনবমী পালন করব। বরানগরে। আলমবাজারে সেখানে পুজো হবে। বিভিন্ন জায়গায় পুজো হয়। পুজো হবে এবং আমাদের শোভাযাত্রা বেরোবে। আমরা সকলে সেই শোভাযাত্রায় হাঁটব সকলে মিলে।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
