(Source: ECI/ABP News/ABP Majha)
Belur Math : ২০২২-এ দেশজুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের ১২৫ বছর পূর্তি, বেলুড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ?
PM Modi : আজ শ্রী মা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের...
বেলুড় : আগামী বছর দেশজুড়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের(Ramkrishna Math and Mission) ১২৫ বছর পূর্তি। উদ্বোধনী অনুষ্ঠান হবে বেলুড় মঠে(Belur Math)। বেলুড়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(PM Narendra Modi) উপস্থিত থাকার সম্ভবনা রয়েছে। ২০২২ এর ১ মে থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে কেন্দ্র।
এদিকে আজ শ্রী মা সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি। রামকৃষ্ণ মঠ ও মিশনের সমস্ত কেন্দ্রেই এই দিনটি পালিত হচ্ছে। আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠানের। বাগবাজারে মায়ের বাড়িতে সকাল থেকে ভক্তদের ভিড়। বেলুড় মঠেও আজ সারদা মায়ের জন্মতিথি উত্সব পালন করা হচ্ছে। আগেই জানানো হয়েছিল, শ্রীমা সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে আজ রবিবার ভক্তদের জন্য খোলা থাকবে বেলুড় মঠ।
গত জুনে ভক্তদের জন্য খুলে যায় বেলুড় মঠ। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকছিল মঠের দরজা। করোনা আবহে ভক্তদের প্রবেশে ছিল কড়া নিয়মবিধি। বলা হয়, করোনা ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র অথবা ৭২ ঘণ্টার মধ্যে RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে বেলুড় মঠে ঢোকার অনুমতি। বাধ্যতামূলক ছিল সচিত্র পরিচয়পত্রও।
আরও পড়ুন ; 'বিশ্বাস আর নিষ্ঠাই মূল, এই দুটো থাকলেই হল,' আজ সারদা দেবীর ১৬৯ তম জন্মতিথি
এর আগে গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। সেদিন করোনা বিধি মেনে মঠে ঢুকতে পেরেছিলেন দর্শনার্থীরা। বিধির কড়াকড়ির মধ্যে বৈদিক মন্ত্র, স্তোত্র পাঠ থেকে ভজন...খামতি ছিল না কোনও কিছুর। সারদা মা, রামকৃষ্ণ ও বিবেকানন্দের বাণীও পাঠ করা হয়। তবে তা অবশ্য মঠে বসে শুনতে পারেননি ভক্তরা। সবটাই নিজস্ব ইউটিউব চ্যানেলে সম্প্রচার করে মঠ কর্তৃপক্ষ।
তবে এই পুণ্যতিথিতে মঠে আসার অনুমতি পেয়ে খুশি হয়েছিলেন দর্শনার্থীরা। গুরুপূর্ণিমায় মঠ খুললেও গুরুদর্শন অবশ্য হয়নি। প্রেসিডেন্ট মহারাজ ও ভাইস প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে পারেননি ভক্তরা। ওই দিন সকাল ও বিকেল মিলিয়ে ৫ ঘণ্টা খোলা ছিল মঠ।