Black Panther: বাংলার জঙ্গলে হঠাৎ দেখা মিলল 'বাগিরা'র, জ্বলজ্বলে দুই চোখে কালো বাঘের ভিডিয়ো ভাইরাল
Rare Black Panther Video: এ যেন গল্পের 'জাঙ্গল বুক'-এর পাতা উঠে এসেছে বাস্তবের মাটিতে, থুড়ি জঙ্গলে। হুবহু সেই জ্বলজ্বলে দুটি চোখ, সেই লম্বা লেজ, কালো কুচকুচে চেহারা। সাক্ষাৎ 'বাগিরা' !

কার্শিয়াং: এ যেন গল্পের 'জাঙ্গল বুক'-এর পাতা উঠে এসেছে বাস্তবের মাটিতে, থুড়ি জঙ্গলে। হুবহু সেই জ্বলজ্বলে দুটি চোখ, সেই লম্বা লেজ, কালো কুচকুচে চেহারা। সাক্ষাৎ 'বাগিরা' ! রুডইয়ার্ড কিপলিংয়ের লেখায় যে 'বাগিরা'র কথা পড়েছে আপামর মানুষ (Black Panther) সেই কালো বাঘই এবার নজর কাড়ল কার্শিয়াঙের জঙ্গলে। আর এই বাঘের ভিডিয়ো (Viral Video) পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল। কেমন দেখতে এই বাঘকে ? কার ক্যামেরায় ধরা পড়ল ?
ভারতের বুকে জঙ্গল সাফারির সুযোগ অপ্রতুল নয়। এই ধরনের সাফারিতে মানুষ চাইলেই বাঘ, সিংহ কিংবা চিতাবাঘের দেখা পায়। তবে কালো বাঘ বা কালো প্যান্থার দেখতে পাওয়া একটি বিরল ঘটনা। এই কালো বাঘের সৌন্দর্য যে শুধু তার মসৃণ রহস্যময় চেহারাতেই লুকিয়ে তা নয়, বরং এই প্রজাতির প্রাণীর অসামান্য শক্তিতেও রয়েছে এর সৌন্দর্য। দারুণ দক্ষ শিকারি এবং একইসঙ্গে দক্ষ সাঁতারু এই কালো বাঘ। এক লাফে ২০ ফুট পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এই ব্ল্যাক প্যান্থার। এমনকী গাছে উঠতেও এই কালো বাঘের জুড়ি মেলা ভার। সাধারণত এই প্রাণীটি নির্জন স্থানে থাকতে পছন্দ করে এবং চুপিচুপি ঘুরে বেড়ায়। তবে এবার কার্শিয়াঙের জঙ্গলে হাঁটতে হাঁটতে এই বিরল কালো বাঘের দেখা মিলল। ক্যামেরাবন্দি করলেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়াং। এক্স হ্যান্ডলে নিজের প্রোফাইলে এই ভিডিয়ো শেয়ার করে তিনি ক্যাপশনে লেখেন, 'কার্শিয়াঙের বাগিরা'। আর এই ভিডিয়োই এখন সমাজমাধ্যমে তুমুল ভাইরাল।
সমাজমাধ্যমে যদিও কোনো কোনো নেটিজেন তাঁকে এই কালো বাঘের আসল ঠিকানা না জানাতে পরামর্শ দিয়েছেন, তাদের মনে হয়েছে যে এই ঠিকানা জেলে কোনো চোরাশিকারির কবলে পড়তে পারে বাঘটি। অনেকে আবার এই ঝলক দেখানোর জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
কালো বাঘ বা প্যান্থার আসলে কী
আরেকটি এক্স পোস্টে এই কালো বাঘের সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীণ কাসওয়াং। তিনি লেখেন, 'এই কালো বাঘ বা প্যান্থার আসলে লেপার্ডের বা চিতার মেলানিস্টিক ভ্যারিয়ান্ট। মেলানিজম নামের একটি জিনগত বৈশিষ্ট্যের কারণে এদের গায়ের রঙ কালো হয়। এর কারণে প্রবলভাবে ডার্ক পিগমেন্টেশন হয়ে থাকে। এই কালো প্যান্থার মূলত কেরালা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, গোয়া এবং উত্তর-পূর্ব ভারতের কিছু কিছু গভীর জঙ্গলে পাওয়া যায়। এদের খুব একটা দেখা যায় না, নির্জনে থাকতেই পছন্দ করে এই প্রাণীগুলি। শীর্ষস্থানীয় শিকারি হিসেবে এরা বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
