Ratanti Kali Puja: কাল রটন্তী কালীপুজো, দক্ষিণেশ্বরে গঙ্গাপাড়ে গঙ্গা আরতির আয়োজন
Ratanti Kali Puja 2023:শুক্রবার, রটন্তী কালীপুজোর দিন, দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে মহা সমারোহে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। গোধূলিবেলায় এই আরতির নাম দেওয়া হয়েছে মাতৃবন্দনা।
অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কাল রটন্তী কালীপুজো (Ratanti Kali Puja)। এদিন গোধূলি বেলায় দক্ষিণেশ্বরে (Dakshineswar Kali Temple) গঙ্গাপাড়ে গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। মন্ত্রোচ্চারণের সঙ্গে হবে মাতৃ বন্দনা। পাশাপাশি সন্ধেবেলায়, মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দক্ষিণেশ্বর মন্দিরে গঙ্গা আরতির প্রচলন আগেই ছিল। সম্প্রতি, বেলুড় ও দক্ষিণেশ্বরে বড় করে গঙ্গা আরতি শুরু করারইচ্ছেপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার, রটন্তী কালীপুজোর দিন, দক্ষিণেশ্বরের গঙ্গাপাড়ে মহা সমারোহে গঙ্গা আরতির আয়োজন করেছে মন্দির কর্তৃপক্ষ। গোধূলিবেলায় এই আরতির নাম দেওয়া হয়েছে মাতৃবন্দনা। পুরুষ ও মহিলা মিলিয়ে ১৩ থেকে ১৪ জনের একটি দল নির্দিষ্ট পোশাকে, মন্ত্রোচ্চারণ করবে। উন্মেষা নামে এই দলের মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গেই হবে আরতি- মাতৃবন্দনা।
দক্ষিণেশ্বর মন্দিরের অছি-সদস্যর সভাপতি কুশল চৌধুরী বলেন, "মন্দিরে গঙ্গারতি দীর্ঘদিন ধরে হয়ে থাকে। গোধূলি লগ্নে হয়। আমরা এই আরতি টাকেই বর্ধিত আকারে মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে করার ব্যবস্থা করছে।। আগামীকাল রটন্তী কালীপুজো। ১৬০ বছরের সুদীর্ঘ যাত্রা পথে তিনটে কালীপূজো হয়। দীপান্বিতা ফলহারিনি আর রটন্তী কালীপূজা হয়। আমরা মাতৃ বন্দনা করব।করোনা পরিস্থিতির আগে এই ধরনের অনুষ্ঠান হয়েছিল আবার কাল থেকে চালু হচ্ছে। তেজেন্দ্র নারায়ণ মজুমদার, সুনিল ওয়াকারজি থাকছেন। গঙ্গার বান চলে যাওয়ার পরপর পুজো শুরু করব।"
আরও পড়ুন, মাঘের দ্বারকেশ্বর চর যেন 'মুড়িময়', চানাচুর-জিলিপি-চপে জমজমাট মুড়িমেলা
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার গোধূলিবেলায় গঙ্গা আরতির পর, সন্ধে সাড়ে ৭টা থেকে, মন্দির প্রাঙ্গণেই ভক্তিগীতি ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর রাত সাড়ে ৯টা থেকে শুরু হবে রটন্তী কালীপুজো। তবে, ভক্তদের জন্য রাত ১১টায় বন্ধ হয়ে যাবে মূল মন্দিরের প্রবেশদ্বার।