RG Kar Case: রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের, 'অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা..'
Health Department On Junior Doctors Treatment On RG Kar Case: অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসার নির্দেশ, , রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের।
![RG Kar Case: রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের, 'অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা..' RG Kar Case Health Department letters to All Bengal Medical College on Protester Junior Doctors treatment who has been hospitalised RG Kar Case: রাজ্যের মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের, 'অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা..'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/18/bb3183dbb950c29a78a211488410aae51729257485304484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের। 'আমরণ অনশনের পর কয়েকজন জুনিয়র ডাক্তার চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন', অসুস্থ জুনিয়র ডাক্তারদের সঠিক চিকিৎসার নির্দেশ। 'অসুস্থ জুনিয়র ডাক্তারদের চিকিৎসা ব্যবস্থা খতিয়ে দেখতে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হোক। দিনে ২ বার স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে স্বাস্থ্য দফতরে। অসুস্থ জুনিয়র ডাক্তাররা যাতে সঠিক চিকিৎসা পান, তা নিশ্চিত করবেন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ', রাজ্যের সবকটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষদের চিঠি স্বাস্থ্য দফতরের।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন ধর্মতলায় অনশনকারী আরও এক জুনিয়র ডাক্তার। একটানা অনশনের জেরে সোমবার অনশন মঞ্চে জ্ঞান হারিয়ে ফেলেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। সন্ধ্যার পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজেই ভর্তি করা হয়। ধর্মতলার অনশন মঞ্চে ৯ দিন ধরে অনশন করেন কলকাতা মেডিক্য়াল কলেজের ইএনটি বিভাগের সিনিয়র রেসি়ডেন্ট তনয়া পাঁজা। অনশন মঞ্চেই জ্ঞান হারিয়ে ফেলায় সোমবার সন্ধের পর তাঁকে কলকাতা মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয়। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, জ্ঞান হারিয়ে ফেলেছিল। সুপার স্পেশালিটি ব্লকের ইমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে প্রাথমিকভাবে। পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। কিটন মিলেছে শরীরে। শরীর খারাপ হলেও আসতে চায়নি। সিনিয়র চিকিৎসকদের টিম দেখবে।
এর আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রবিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয় জুনিয়র চিকিৎসক পুলস্ত্য আচার্যকে। NRS মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানাস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের পিজিটি পুলস্ত্য আচার্য। রবিবার রাতে রক্তে শর্করার মাত্রা কমে যায় তাঁর। পাশাপাশি পেটে ব্য়াথা, বমিভাব, ইউরিন সংক্রান্ত একাধিক সমস্য়ার জন্য় তাঁকে ভর্তি করা হয় NRS মেডিক্যালে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। দশ দফা দাবিতে উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজের ২ জুনিয়র চিকিৎসকও অনশন শুরু করেছিলেন। তাঁদের মধ্য়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন উত্তরবঙ্গ মেডিক্য়াল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসক আলোক ভার্মা। এই আবহেই এবার অনশনে যোগ দিয়েছিলেন ওই হাসপাতালেরই ENT বিভাগের দ্বিতীয় বর্ষের পিজিটি সন্দীপ মণ্ডল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)