RG Kar Case Live: 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ
RG Kar Doctor Murder Protest: জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র।
LIVE
Background
আর জি কর-কাণ্ডে তোলপাড়, আন্দোলনকারীদের চাপের মুখে এবার সরানো হল অধ্যক্ষ, এমএসভিপি, অ্যাস্টিস্টান্ট সুপার, চেস্ট মেডিসিনের এইচওডিকে।
শুক্র থেকে বুধ। পরপর ৬দিন সন্দীপ ঘোষকে সিবিআইয়ের ৭৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। ৯দিনে ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ পদ থেকেও সরাল সরকার।
আর জি কর মেডিক্যালের সুরক্ষায় আজ থেকেই ২ কোম্পানি সিআইএসএফ। ভিতরের সুরক্ষায় আধা সেনা, বাইরে আইনশৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশ।
জুনিয়র চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ভবনের বৈঠকে মিলল না কোনও সমাধানসূত্র। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপে অসহায় সরকার, দাবি তুলে আন্দোলনেই অনড়।
সরকার থেকে সিবিআই। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান জুনিয়র চিকিৎসকদের। পাশে দাঁড়ালেন সিনিয়ররাও।
আর জি কর কাণ্ডে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিজেপির জোড়া কর্মসূচি। শ্যামবাজারে সুকান্ত-দিলীপের সঙ্গে ধর্নার পরেই মৌলালিতে মিছিলে শুভেন্দু।
বিচার চেয়ে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার। আগুন জ্বালিয়ে, ব্যারিকেড ভাঙার চেষ্টা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
আর জি কর নিয়ে এবার পাল্টা চাপ তৈরির কৌশল তৃণমূলের। ১৬৫ ঘণ্টা পার, বিচারের জন্য আর কত অপেক্ষা বলে প্রশ্ন।
দিল্লি থেকে হায়দরাবাদ। আর জি কর কাণ্ডে বিচারের দাবিতে সরব গোটা দেশ। শিলিগুড়িতে এবিভিপির এসডিও অফিস অভিযান।
RG Kar Medical Live: 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ
আর জি করকাণ্ডে প্রতিবাদ আটকানোর পরিকল্পনা? পশ্চিম মেদিনীপুরে ডিআইয়ের বিজ্ঞপ্তি ঘিরে জোর বিতর্ক। 'স্কুলের বাইরে রাজ্য সরকারের অনুষ্ঠান ছাড়া পড়ুয়াদের অংশগ্রহণ নয়', স্কুলের প্রধান শিক্ষকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ। নির্যাতিতার বিচার চেয়ে পথে নামছে স্কুল পড়ুয়ারাও। পড়ুয়াদের প্রতিবাদ আটকাতে নির্দেশ? উঠছে প্রশ্ন।
R G Kar News Live: R G কর কাণ্ডে মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে, স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক বিজেপির, ধুন্ধুমার পরিস্থিতি সল্টলেকে
R G কর কাণ্ডে মুখ্য়মন্ত্রীর পদত্য়াগের দাবিতে, স্বাস্থ্য় ভবন অভিযানের ডাক দিয়েছিল বিজেপি। আর তা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল সল্টলেকে। পুলিশের একের পর এক ব্য়ারিকেড টপকে এগিয়ে গেলেন বিজেপি কর্মীরা। প্রিজন ভ্য়ানে তোলা হয় শুভেনদু অধিকারী, শমীক ভট্টাচার্যদের।
RG Kar Medical Live: আরজি কর কাণ্ডের প্রতিবাদে মিছিল বাচিকশিল্পীদের
আর জি করকাণ্ডের প্রতিবাদে মিছিল বাচিকশিল্পীদের। বিড়লা আর্ট মিউজিয়াম থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মিছিল।
R G Kar News Live: নন-ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি কর মেডিক্যালের পড়ুয়ারা
নন-ইমার্জেন্সি সার্ভিসের ক্ষেত্রে কর্মবিরতির সিদ্ধান্তে অনড় আর জি কর মেডিক্যালের পড়ুয়ারা। ইমার্জেন্সি ছাড়া অন্য সব পরিষেবার ক্ষেত্রে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। অবস্থানে অনড় আর জি কর মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা।
RG Kar Medical Live: ২০২৩ সালে অভিযোগ জানানোর পর কেন সিট গঠন নয় ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের
২০২৩ সালে অভিযোগ জানানোর পর কেন সিট গঠন নয় ? রাজ্যকে প্রশ্ন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। 'সিটের মাথায় উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, তার মানে রাজ্য এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখছে। তাহলে এই বছরের ১৬ অগাস্ট কেন সিট গঠন করা হল ? অভিযোগের পরেই কেন করা হলো না ? এই ঘটনার পরেই কেন সিট গঠন ?' প্রশ্ন বিচারপতির। কাল ফের শুনানি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি-কে তদন্তভার দেওয়ার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।