RG Kar Case : 'আজও জানতে পারলাম না...', বিধানসভায় শুভেন্দুর সঙ্গে দেখা করে ডুকরে উঠলেন নির্যাতিতার মা
সন্তানহারা মায়ের প্রশ্ন, আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল ?
কলকাতা : রাষ্ট্রপতিকে চিঠি লিখেছিলেন । উত্তর পাননি। চিঠি দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। একবার সাক্ষাৎ প্রার্থনা করেছিলেন তাঁরা। এখনও দেখা হয়নি। যদিও এরই মধ্যে শাহ কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি। তবে তাঁর দলের লোকেরা যে যোগাযোগ রাখছেন, আগেও জানিয়েছিলেন আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের মা-বাবা। এবার তাঁরা এলেন বিধানসভায়। নিয়ে এলেন কাউন্সিলর সজল ঘোষ।
বিধানসভায় পৌঁছেই সজল ঘোষের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে দেখা করতে যান তাঁরা সেখানে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করাও। এদিন বিজেপির প্রায় ৫০ জন বিধায়ক উপস্থিত ছিলেন। সেখানে সকলের সঙ্গেই সাক্ষাৎ হয় তাঁদের। নিজেদের অসহায়তার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নির্যাতিতার বাবা ও মা। বারবার তাঁরা প্রশ্ন তোলেন , কেন এমন নৃশংস ভাবে হত্যা করা হল কাঁদের মেয়েকে, আজও সেই উত্তর পেলেন না।
সিবিআই তদন্তের উপর আস্থা রাখলেও তাঁদের মনে এখন শুধুই আঁধার। সকলের কাছেই সন্তানহারা মায়ের প্রশ্ন, আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল ? চোখের জল মুছিয়ে দিয়ে বিরোধী দলনেতা পাশে থাকার আশ্বাস দেন। শুভেন্দু অধিকারী জানান, এই সাক্ষাতের মধ্যে কোথাও রাজনীতি নেই। তিলোত্তমার মা-বাবা এসেছিলেন, আন্দোলনে তাঁদের পাশে থাকার আর্জি নিয়ে। পথে নেমে আন্দোলন যেন স্তব্ধ না হয়ে যায়, সেই আবেদন রাখতে। বিধানসভার সামনে দাঁড়িয়ে মৃতা তরুণী চিকিৎসকের মা ডুকরে ওঠেন,' আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল' । সূত্রের খবর, বিজেপির তরফ থেকেও আশ্বাস মিলেছে। তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। নির্যাতিতার পরিবারের পাশে থাকবে বিজেপি।
অক্টোবর মাসে, নিহত চিকিৎসকের মা-বাবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিলেও, তাঁদের সঙ্গে দেখা করেননি অমিত শাহ। বিজেপি সূত্রে দাবি করা হয়, তিনি যদি দেখা করতেন, এবং ঘটনাচক্রে তার পরই যদি, সিবিআই তদন্তে তৎপরতা আরও বাড়ে, তাতে তৃণমূল, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তোলার সুযোগ পেয়ে যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে