RG Kar News: 'আমাদের গুলি করে মারুন, ধর্ষিতা হতে চাই না'
Nabanna Abhijan: পশ্চিমবঙ্গ ছাত্র সমাবেশের ব্য়ানারে ডাকা নবান্ন অভিযান ঘিরে সাড়ে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ রইল শহর! গঙ্গার এপাড়-ওপাড়, পুলিশ-আন্দোলকারী খণ্ডযুদ্ধ রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ।
কলকাতা: কলকাতা থেকে হাওড়া। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের 'নবান্ন অভিযান' (Nabanna Abhijan) ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গার দুই পাড়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আন্দোলনকারীদের (Protestors)। ভেঙে ফেলা হয় ব্য়ারিকেড। জলকামান, কাঁদানে গ্য়াস, লাঠিচার্জ করেও, নবান্নমুখী বিক্ষোভকারীদের আটকাতে হিমশিম খায় পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতিতে যখন খানিক পিছিয়ে আন্দোলনকারীরা তখন একা এগিয়ে এলেন টুম্পা কয়াল। পুলিশের দিকে তাকিয়ে তাঁর স্পষ্ট দাবি, 'আমরা চাই আমাদের গুলি করে মারুন। ধর্ষিতা হতে চাই না।' (RG Kar News)
'আমরা চাই আমাদের গুলি করে মারুন, ধর্ষিতা হতে চাই না'
'দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ', 'ডাক্তার মেয়ের রক্ত, হবে নাকো ব্য়র্থ', মুহূর্মুহু স্লোগানে এদিন উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গার দুই পাড়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আন্দোলন ঠেকাতে দেখা গিয়েছিল পুলিশের তৎপরতা। আন্দোলনকারীরা এগোতেই চলল জলকামান, কাঁদানে গ্যাস, হল লাঠিচার্জ। তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। সেখানেই এক আন্দোলনকারী মহিলাকে একা এগিয়ে এসে পুলিশের উদ্দেশে বলতে শোনা গেল, 'আমরা চাই আমাদের গুলি করে মারুন। ধর্ষিতা হতে চাই না। আমাদের রাজ্যের মেয়েরা ধর্ষিতা হতে চায় না। আপনারা আমাদের গুলি করে মারুন। আমাদের সম্মান আমাদের কাছে বড় কথা। আপনারা সাধারণ মানুষকে কেন মারলেন? কীসের জন্য টিয়ার গ্যাস ছুঁড়ছেন? আমাদের গুলি করে মারুন।' এই আন্দোলনকারী আর কেউ নন কামদুনির প্রতিবাদী মুখ, টুম্পা কয়াল। তাঁকে দেখে গলা মেলালেন আরও এক আন্দোলনকারী মহিলা।
পশ্চিমবঙ্গ ছাত্র সমাবেশের ব্য়ানারে ডাকা নবান্ন অভিযান ঘিরে সাড়ে চার ঘণ্টারও বেশি সময় ধরে এভাবেই অবরুদ্ধ রইল শহর! গঙ্গার এপাড় থেকে ওপাড়, পুলিশ-আন্দোলকারী খণ্ডযুদ্ধ রণক্ষেত্রের চেহারা নিল রাজপথ। আগুন জ্বলল, রক্ত ঝরল, উপড়ে ফেলা হল পুলিশি ব্য়ারিকেড জলকামান-কাঁদানে গ্য়াস-লাঠিচার্জের সামনেও মাটি আঁকড়ে থাকলেন আন্দোলনকারীরা। আটক করা হয় একাধিক আন্দোলনকারীকে। কলকাতা পুলিশের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় মোট ১২৬ জনকে। আহত হন ১৫জন পুলিশকর্মী।
নবান্ন অভিযানে আটকদের ছাড়াতে বিকেলে লালবাজার ঘেরাও অভিযান করে বিজেপি। অদূরে মিছিল আটকায় পুলিশ। তারপর প্রথমে বচসা, তারপর বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি বাধে পুলিশের। সেখানেও ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।