RG Kar News Live : মুখ্যমন্ত্রীকে অনশনমঞ্চে আসার বার্তা অপর্ণা সেনের
আর ষষ্ঠী। মায়ের বোধন। সেই সঙ্গে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা ।

Background
কলকাতা : অনশনের ৩দিন পার, এবার ষষ্ঠীতে কলকাতায় 'অভয়া পরিক্রমা'। উত্তর থেকে দক্ষিণ-বিচারের দাবিতে আজ মণ্ডপে মণ্ডপে জুনিয়র ডাক্তাররা । আর জি কর থেকে জয়নগর-ম্যাটাডোরে প্রতীকী মূর্তি নিয়ে 'অভয়া পরিক্রমা'।
অন্যদিকে, জুনিয়র ডাক্তারদের অনশনের প্রেক্ষিতে কর্মবিরতির হুঁশিয়ারি দিন একাধিক চিকিৎসক সংগঠন। রাত ১২টা থেকে কর্মবিরতির হুঁশিয়ারি দেয় একাধিক চিকিৎসক সংগঠন। 'অনশনরত চিকিৎসকদের দাবি পূরণে দ্রুত পদক্ষেপ করুক রাজ্য সরকার। জুনিয়র ডাক্তারদের সঙ্গে অবিলম্বে আলোচনায় বসে জট কাটাক সরকার' মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করল একাধিক চিকিৎসক সংগঠন।
আর জি কর-কাণ্ডের বিচার চেয়ে পঞ্চমীর কলকাতাতেও হল জোড়া মিছিল। রাস্তায় নামলেন জুনিয়র থেকে সিনিয়র ডাক্তাররা। কলকাতা মেডিক্যাল কলেজ ও SSKM হাসপাতাল থেকে বেরিয়ে এদিন দুটি মিছিলই গিয়ে মেশে ধর্মতলার অনশনস্থলে। অন্যদিকে, বায়ো টয়লেট, চৌকির পর মঙ্গলবার সকালে জুনিয়র ডাক্তারদের অনশনস্থলে জলের গাড়ি আনতেও বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে।
Ratan Tata Demise: প্রয়াত শিল্পপতি রতন টাটা
প্রয়াত শিল্পপতি রতন টাটা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রতন টাটা
RG Kar Protest: একদিকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে দাবি পূরণে অনড় জুনিয়র ডাক্তাররা
একদিকে মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, অন্যদিকে দাবি পূরণে অনড় জুনিয়র ডাক্তাররা। ৪দিন ধরে টানা অনশন, চাপের মুখে আলোচনার ডাক সরকারের






















