Richest Chief Minister: দেশের 'সবচেয়ে গরীব মুখ্যমন্ত্রী' মমতা? সবচেয়ে ধনী কে? বর্ষশেষে রিপোর্ট প্রকাশ
Mamata Banerjee's Net Worth: ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা।
নয়া দিল্লি: নতুন বছর শুরুর কাউন্টডাউন শুরুর অপেক্ষা কিছুক্ষণের। তবে বর্ষশেষে যে রিপোর্ট প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্ম (এডিআর) তা দেখে চোখ কপালে উঠতে পারে অনেকেরই। প্রকাশ্যে এসেছে দেশের সবচেয়ে ধনী ও সবথেকে দরিদ্র মুখ্যমন্ত্রীর নাম। ২০২৩-২৪ অর্থবর্ষে দেশে মাথা পিছু আয়ের গড় ১ লাখ ৮৫ হাজার ৮৫৪ টাকা। সেখানে দেশের মুখ্যমন্ত্রীদের মাথাপিছু আয়ের গড় ১৩ লাখ ৬৪ হাজার ৩১০ টাকা।
আর সেখানেই দেখা গিয়েছে দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী মমতার রয়েছে ১৫ লক্ষ টাকার সম্পত্তি। তালিকার একেবারে নিচে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
ধনীতম মুখ্যমন্ত্রীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৯৩১ কোটি টাকা। চন্দ্রবাবুর পর দ্বিতীয় স্থানে রয়েছেন, অরুণাচল প্রদেশের পেমা খান্ডু। তাঁর সম্পত্তির পরিমাণ ৩৩২ কোটি টাকারও বেশি। কর্নাটকের মুখ্যমন্ত্রী ৫১ কোটি টাকার বেশি সম্পদের মালিক। সিদ্দারামাইয়া ভারতের তৃতীয় ধনী মুখ্যমন্ত্রী। তবে, মুখ্যমন্ত্রী খান্ডুর ১৮০ কোটি কোটি টাকার দায়ভার রয়েছে। সিদ্দারামাইয়ার দায়ভারের পরিমাণ ২৩ কোটি টাকা। চন্দ্রবাবু নাইডুর ১০ কোটি টাকারও বেশি দায় রয়েছে বলে রিপোর্টে প্রকাশিত।
আরও পড়ুন, খাবার পরিবেশনে দেরি কেন? রাগে বিয়ে ভাঙল বর! পরের দিনই নিজের বোনকে বিয়ে!
অন্যদিকে, মমতার পর দেশের দ্বিতীয় দরিদ্রতম মুখ্যমন্ত্রী ওমর আবদ্দুলা। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ৫৫ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। ওমরের পরেই রয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাঁর রয়েছে ১ কোটি ১৮ লক্ষ টাকার সম্পত্তি।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস ২০২৩-২০২৪ আর্থিক বর্ষে রাজ্য বিধানসভাগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে। সংস্থার রিপোর্টে উল্লেখ, রাজ্য বিধানসভা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী প্রতি গড় সম্পদের পরিমাণ ৫২.৫৯ কোটি টাকা।
দেশের বাকি ধনীতম মুখ্যমন্ত্রীদের মধ্যে আছেন - নাগাল্যান্ডের নেয়িফু রিও (৪৬ কোটি), মধ্যপ্রদেশের মোহন যাদব (৪২ কোটি), পুদুচেরির এন রঙ্গস্বামী (৩৮ কোটি), তেলঙ্গনার রেভন্থ রেড্ডি (৩০ কোটি), হেমন্ত সোরেন (২৫ কোটি), হিমন্ত বিশ্ব শর্মা (১৭ কোটি), কনরাড সাংমা (১৪ কোটি)। দেশের ২৯ জন মুখ্যমন্ত্রীই কোটিপতি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে