Saltlake News: সল্টলেকে বৃদ্ধ দম্পতির মৃত্য়ু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ
West Bengal News: স্থানীয় সূত্রে খবর, সকালে এসে সাড়া পাননি পরিচারিকা। দরজা খুলতেই দেখা যায়, চিকিৎসকের দেহ পড়ে লিভিং রুমে, তাঁর স্ত্রীর দেহ শৌচাগারে পড়েছিল।
![Saltlake News: সল্টলেকে বৃদ্ধ দম্পতির মৃত্য়ু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ Saltlake News Elderly Couple Death Police started investigation Saltlake News: সল্টলেকে বৃদ্ধ দম্পতির মৃত্য়ু ঘিরে রহস্য, তদন্তে পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/27/a31aa4c14918bf374e8ea1135eeff962171151370415351_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা: সল্টলেকে (Saltlake News) কাউন্সিলরের বাড়ির পাশেই রহস্যমৃত্যু। সল্টলেকে প্রৌঢ়ার রক্তাক্ত দেহ উদ্ধার। শৌচাগার থেকে উদ্ধার সত্তরোর্ধ্ব মন্দিরা মিত্রর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ডাইনিং রুমে স্বামী যদুনাথ মিত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার।
মৃত্যু ঘিরে রহস্য: সল্টলেকে সেক্টর 3-র GC ব্লকের বাড়িতে সত্তরোর্ধ্ব মহিলার রহস্যমৃত্যু। মৃতের নাম মন্দিরা মিত্র। শৌচাগারের কাছে পড়েছিল তাঁর রক্তাক্ত দেহ। মহিলার গলায় কাটার দাগ এবং পাশে মিলেছে রক্তমাখা ছুরি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন মৃতের স্বামী। স্থানীয়রা জানিয়েছেন, ৭৮ বছরের যদুনাথ মিত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত চক্ষু-চিকিৎসক। ডাইনিং রুম পড়েছিলেন তিনি, পাশে ছিল অ্যাসিডের বোতল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই চিকিৎসক গলা কেটে স্ত্রীকে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বাড়ি থেকে উদ্ধার হয়েছে একটি চিঠি। কীভাবে এই পরিস্থিতি তৈরি হল, খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুুলিশ। দম্পতির দুই মেয়ে। একজন সিঙ্গাপুরে থাকেন, আরেক জন স্কুলশিক্ষিকা।
বাড়ির পরিচারিকার দাবি, বুধবার সকালে কাজ করতে এসে ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। তখন তিনি প্রতিবেশীদের খবর দেন। এরপরই ঘটনা জানাজানি হয়। পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, মহিলার গলায় কাটা দাগ রয়েছে এবং পাশে মিলেছে রক্তমাখা ছুরি। সংজ্ঞাহীন চিকিৎসকের পাশে মিলেছে অ্যাসিডের বোতল। স্ত্রীকে গলা কেটে খুন করে স্বামী অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অনুমান। ঘর থেকে উদ্ধার হয়েছে ৩টি ছুরি ও ৩ পাতার সুইসাইড নোট। যেখানে লেখা রয়েছে, এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। লিভিং রুমের পাশাপাশি, রক্তের দাগ মিলেছে বাড়ির সিঁড়িতে। দম্পতির বাড়ির পাশেই বিধাননগর পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও মেয়র পারিষদ শিক্ষা রাজেশ চিরিমারের বাড়ি। খবর পেয়ে ছুটে আসেন তিনি। আসেন মন্ত্রী সুজিত বসুও।
অন্যদিকে, খাস কলকাতায় ফুটপাতবাসী যুবককে পাথর দিয়ে থেঁতলে খুনের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বউবাজার থানা এলাকার চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ে। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম সঞ্জয় মল্লিক। স্থানীয়দের দাবি, রাত ২টো নাগাদে অ্যাপ ক্যাবে চড়ে হাজির হয় কয়েকজন যুবক। ফুটপাতে যারা শুয়েছিলেন, তাঁদের মধ্যে ঘুমন্ত সঞ্জয়কে উঠিয়ে পাথর দিয়ে তাঁর মাথা থেঁতলে দেয়। আশঙ্কাজনক অবস্থায় ফুটপাতবাসী ২৬ বছরের যুবককে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের দাবি, ধৃত সুমিত সাউয়ের সঙ্গে পুরনো শত্রুতা থেকেই জেরেই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়, নমুনা সংগ্রহ অনুসন্ধান কমিটি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)