Sandeshkhali Arms Recovery: শাহজাহান গড় থেকে ৪০ লক্ষ টাকার অস্ত্র উদ্ধার ! নিলাম করে কেনা মার্কিন মুলুক থেকে?
Sandeshkhali News Update : এই সব অস্ত্র এমনই, যে বাজার থেকে কেনা যায় না। এগুলি নিলাম হয়। চড়া দামে কিনতে হয়। লক্ষ লক্ষ টাকা দাম উঠে যায় একেকটি অস্ত্রের।
প্রকাশ সিনহা, সন্দেশখালি : সন্দেশখালি থেকে উদ্ধার হওয়া অস্ত্র ভাণ্ডার নিয়ে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। উদ্ঘাটিত হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সিবিআই এর এখন সন্দেহ, এই সব অস্ত্রের অধিকাংশ এসেছিল মার্কিন মুলুক থেকে। আর এই সব অস্ত্র এমনই, যে বাজার থেকে কেনা যায় না। এগুলি নিলাম হয়। চড়া দামে কিনতে হয়। লক্ষ লক্ষ টাকা দাম উঠে যায় একেকটি অস্ত্রের। তাহলে সন্দেহ প্রবল হচ্ছে, নেপথ্যে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র? কীভাবে এই সব আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে যোগাযোগ রাখা হত ? আর সব থেকে বড় প্রশ্ন এত দামি অস্ত্র কেনার জন্য অর্থ কোথা থেকে আসত ?
তৃণমূল নেতার আত্মীয়ের বাড়ির মেঝের নীচে অস্ত্রভাণ্ডার মেলার পর এমনটাই অনুমান CBI-এর। কেন্দ্রীয় এজেন্সির দাবি, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে ৩টি বিদেশি রিভলবার রয়েছে, যেগুলি মার্কিন মুলুকে তৈরি এবং এই সব আগ্নেয়াস্ত্র রীতিমতো নিলাম ডেকে চড়া দামে বিক্রি করা হয়। কী কারণে এই অত্যাধুনিক অস্ত্র সন্দেশখালিতে মজুত করা হয়েছিল, অস্ত্র কেনার টাকাই বা এসেছিল কোথা থেকে, সেটাই এখন ভাবাচ্ছে CBI-কে। কেন্দ্রীয় এজেন্সির দাবি, একেকটি আগ্নেয়াস্ত্রের দাম ৭-৮ লক্ষ টাকা। সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার অস্ত্র গতকাল উদ্ধার হয়েছে। কোথা থেকে কেনা হয়েছিল এই অস্ত্র? তবে কি অস্ত্র চোরাচালানেও যুক্ত ছিল শেখ শাহজাহান? ৫ জানুয়ারি, ED-র ওপর হামলার পরেই কি এই অস্ত্রগুলি লুকিয়ে ফেলা হয়েছিল? খতিয়ে দেখছে সিবিআই।
শুক্রবার সারা বাংলার নজর ছিল সন্দেশখালির দিকে। NSG-কে নিয়ে সন্দেশখালিতে উদ্ধার হয় বিরাট দামি অস্ত্র। আর এই ঘটনায় কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে জাতীয় নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল।
চিঠিতে উল্লেখ করা হয়, সন্দেশখালির একটি ফাঁকা জায়গায় অনৈতিক ভাবে তল্লাশি চালায় সিবিআই। ভোটের দিন তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই CBI-এর এই তল্লাশি করা হয়েছে। এই অভিযোগ করে নির্বাচন কমিশনে চিঠি দেয় তৃণমূল। আইনশৃঙ্খলা সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অথচ তল্লাশির বিষয়ে কিছু জানানো হয়নি। সত্যিই অস্ত্র উদ্ধার হয়েছে নাকি CBI বা NSG নিজেরাই রেখেছে, তাও স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতারা সন্দেশখালি ইস্যুতে প্রতিদিন তৃণমূলকে নিশানা করছেন। আরও একবার প্রমাণিত হল, CBI-কে বিজেপি ও কেন্দ্রীয় সরকার অনৈতিক ভাবে ব্যবহার করছে। কমিশনে লেখা চিঠিতে উল্লেখ তৃণমূলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HS Result 2024: ৮ মে উচ্চ মাধ্য়মিকের ফল প্রকাশ, কখন, কীভাবে জানা যাবে রেজাল্ট?