Sandeshkhali ED Attack: দুয়ারে ED! শোনার পরেই ফোন কাটেন শাহজাহান, তারপরেই হামলা! দাবি ইডির
Sheikh Shahjahan:শেখ শাহজাহানের আরেকটি ফোন নম্বর রয়েছে। সেই সময় থেকে তাঁর সেই ফোন নাকি অনবরত ব্যস্ত ছিল। অভিযোগ কেন্দ্রীয় এজেন্সির
![Sandeshkhali ED Attack: দুয়ারে ED! শোনার পরেই ফোন কাটেন শাহজাহান, তারপরেই হামলা! দাবি ইডির Sandeshkhali Attack, ED officials spoke to TMC Leader Sheikh Shahjahan on mobile phone just before the attack, claimed ED Sandeshkhali ED Attack: দুয়ারে ED! শোনার পরেই ফোন কাটেন শাহজাহান, তারপরেই হামলা! দাবি ইডির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/11/e042b3d29061e625705f1a88c9d4c6d11704949153948385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
প্রকাশ সিংহা, কলকাতা: সন্দেশখালিতে (Sandeshkhali) তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এবার নতুন দাবি ইডির (ED)। ওই হামলার ঘটনার ঠিক আগে শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) সঙ্গে মোবাইল ফোনে ED-র আধিকারিকদের কথা হয়েছিল বলে দাবি। রেশন দুর্নীতির তদন্তে কেন্দ্রীয় এজেন্সি তাঁর বাড়ির সামনে এসেছে এই কথা শোনার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান, ইডির অভিযোগ এমনটাই।
শেখ শাহজাহানের আরেকটি ফোন নম্বর রয়েছে। সেই সময় থেকে তাঁর সেই ফোন নাকি অনবরত ব্যস্ত ছিল। ইডির দাবি, দুটি মোবাইল ফোনের টাওয়ার লোকেশনই দেখাচ্ছিল, তৃণমূল নেতা রয়েছেন বাড়ির ভিতরেই। পুলিশের কাছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছে ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, তৃণমূল নেতার দুটি মোবাইল ফোন। শুক্রবার একটি মোবাইল ফোন নম্বরে শেখ শাহজাহানকে তাঁর বাড়িতে তল্লাশিতে এসেছেন বলে জানান ED-র আধিকারিক। এরপরই ফোন কেটে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরই ED-র ওপর হামলা হয়। ED-র অভিযোগ, সেই সময় শেখ শাহজাহানই ফোন করে তাঁর অনুগামীদের উস্কানি দেন।
লিখিতভাবে এই অভিযোগ করা হয়েছে। জেলার পুলিশ সুপারকে চিঠি পাঠানো হয়েছিল, এফআইআর করার জন্য যে চিঠি পাঠানো হয়েছিল সেখানেই এই দাবি করা হয়েছে। ইডির দাবি, অফিসারেরা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন সেই কথা জানার পরেই ফোন কেটে দেন শেখ শাহজাহান। তারপর অন্য ফোন অনবরত ব্য়স্ত ছিল। তারপরেই ইডি আধিকারিকদের উপর হামলা হয়। তাই ইডির দাবি পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়েছিল।
সন্দেশখালিকাণ্ডে পুলিশের এফআইআর খারিজের আবেদন করে হাইকোর্টে গিয়েছে ইডি। সেই মামলা দায়ের ও দ্রুত শুনানির আবেদন করা হয়েছিল। মামলা দায়েরের অনুমতি বিচারপতি রাজাশেখর মান্থার। আজ বেলা ১২টায় শুনানি।
বিজেপির থানা ঘেরাওয়ের ডাক:
সন্দেশখালিতে ইডি-র ওপর হামলার পর ৬ দিন পার। কোথায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান? লঘু ধারাতেই বা কেন মামলা রুজু করল পুলিশ? প্রতিবাদে আজ সন্দেশখালির ন্যাজাট থানা ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি, নেতৃত্বে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গত শুক্রবার রেশন দুর্নীতি তদন্তে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি-র আধিকারিকরা। ঘটনার পর থেকেই খোঁজ মিলছে না শেখ শাহজাহানের।
আরও পড়ুন: পৌষের শেষ বেলায় শীতের 'কামব্যাক', সংক্রান্তির আগেই হিমেল হাওয়ার দাপট বাড়বে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)