(Source: ECI/ABP News/ABP Majha)
Cow Smuggling: ২০০ গরুর জন্য 'ভিআইপি' ব্যবস্থা, খাবার থেকে নিরাপত্তা দিতে গিয়ে মাথায় হাত পুলিশের
Cow Smuggling Case: গরুগুলোকে রাখা হবে কোথায়? তা নিয়েই শুরু হয় সমস্যার। অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে।
বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: পাচারের আগে উদ্ধার হওয়া প্রায় দুই শতাধিক গরুকে (Cow Smuggling) নিয়ে সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশ। পুলিশি হেফাজতে থাকা এত সংখ্যক গরুর খাওয়ার জোগাড়, দেখভাল করতে প্রায় নাভিশ্বাস উঠেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের। দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন জেলা প্রাণিসম্পদ দফতর।
গত ২ জুলাই গোপন সূত্রে খবর পেয়ে তমলুকের নিমতৌড়ি এলাকা থেকে ১৯৮টি গরু উদ্ধার করে তমলুক থানার পুলিশ। জানা যায়, ৬টি গাড়িতে করে এইসব গরুগুলো নিয়ে যাওয়া হচ্ছিল উত্তর ২৪ পরগনায়।
পুলিশের দাবি, এত সংখ্যক গরু নিয়ে যাওয়ার প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি গরুর ব্যাপারিরা। ফলে ১৬ জন ব্যাপারিকে গ্রেপ্তার আর ১৯৮টি গরুর হেফাজতে নেয় পুলিশ। পুলিশের তরফে এরপর উদ্ধার হওয়া গরুগুলোকে যথাস্থানে নিয়ে যাওয়ার জন্য আবেদন করা হয় আদালতে। আদালত প্রাণী সম্পদ দফতরকে পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেন। কিন্তু এখনো পর্যন্ত গরুগুলোকে অন্যত্র সরিয়ে না নিয়ে যাওয়ায় সমস্যায় পড়েছে পুলিশ।
তমলুকের মত এমন প্রাচীন শহরে গরুগুলোকে রাখা হবে কোথায়? তা নিয়েই শুরু হয় সমস্যার। অবশেষে ঠিক হয় শহরের বাইরে কোথাও রাখা হবে। সেইমত তমলুক পুরসভার ১৪ নং ওয়ার্ডের বুদ্ধপার্ক এলাকায় খেলার মাঠের একপাশে ত্রিপল বাঁশ দিয়ে তৈরী করা হয়েছে অস্থায়ী খাটাল। পুলিশি হেফাজতে থাকা গরুগুলোর নিরাপত্তার স্বার্থে সেখানে দিনভর ডিউটি করছেন দুই কনস্টেবল ও তিনজন সিভিক ভলেন্টিয়ার। গরুগুলিকে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয়েছে তিন অস্থায়ী কর্মীকেও।
আরও পড়ুন, গাড়িপিছু ৫ হাজার টাকা তোলা চাইছেন তৃণমূল নেতা! কয়লা খনি এলাকায় অভিযোগ ঘিরে হইচই
রীতিমতো 'ভিআইপি' ব্যবস্থা রাখতে হয়েছে পুলিশের। তমলুক পুরসভা থেকে জলের ট্যাঙ্ক, বিদ্যুতেরও ব্যাবস্থা করা হয়েছে। দ্রুত যাতে গরু গুলিকে নিয়ে যাওয়া হয় তার জন্য জেলা পুলিশের তরফে ফের প্রাণীসম্পদ দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
দ্রুত গরুগুলিকে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাণীসম্পদ আধিকারিক।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে