South Bengal Weather: জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, বর্ষশেষের দিনে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?
South Bengal Weather Update: আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ? জানাল হাওয়া অফিস।
![South Bengal Weather: জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, বর্ষশেষের দিনে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ? South Bengal weather update get to know weather forecast today from West Bengal on 31 December South Bengal Weather: জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, বর্ষশেষের দিনে কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/30/e09e25ded8436bdb930532e877eabbd81703947228847484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: বর্ষশেষে আর জাঁকিয়ে শীতের ( Winter ) সম্ভাবনা নেই। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও হয়ে গিয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্তের জেরে বাড়ছে পুবালি হাওয়ার দাপট। কমেছে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার প্রভাব। দক্ষিণবঙ্গে সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট রয়েছে। কুয়াশা কেটে গেলে মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা।
বর্ষশেষের দিনে কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে?
জেলা | তাপমাত্রা, আর্দ্রতা |
উত্তর ২৪ পরগনা | ১৬ ডিগ্রি, ৭৩% আর্দ্রতা |
দক্ষিণ ২৪ পরগনা | ১৬ ডিগ্রি, ৭২ % আর্দ্রতা |
পূর্ব মেদিনীপুর | ১৭ ডিগ্রি, ৬৬ % আর্দ্রতা |
হাওড়া | ১৬ ডিগ্রি, ৭০% আর্দ্রতা |
কলকাতা | ১৬ ডিগ্রি, ৫৩ % আর্দ্রতা |
হুগলি | ১৬ ডিগ্রি, ৭৪% আর্দ্রতা |
পুরুলিয়া | ১২ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
ঝাড়গ্রাম | ১৪ডিগ্রি, ৬৮% আর্দ্রতা |
পশ্চিম মেদিনীপুর | ১৪ ডিগ্রি, ৫৯% আর্দ্রতা |
বাঁকুড়া | ১৩ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা |
পশ্চিম বর্ধমান | ১৪ ডিগ্রি, ৫৭% আর্দ্রতা |
পূর্ব বর্ধমান | ১৩ ডিগ্রি, ৮৫% আর্দ্রতা |
বীরভূম | ১৪ ডিগ্রি, ৫৩% আর্দ্রতা |
মুর্শিদাবাদ | ১৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
নদিয়া | ১৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা |
আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে হালকা তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস । সান্দাকফুসহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায়। রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে বৃষ্টি ও তুষারপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)