Weather Update : দুপুরেই মেঘলা আকাশজুড়ে, জায়গায় জায়গায় নামল বৃষ্টি , রাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস
South Bengal Weather Update : রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া।
কলকাতা : ভর দুপুরেই যেন সন্ধে ! আকাশ জুড়ে কালো মেঘের আস্তরণ। কলকাতা (Kolkata) সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গাতে দুপুরবেলাতেই নামল স্বস্তির বৃষ্টি। তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুতের ঝলকানিও দেখা গিয়েছে। আগামী পাঁচদিন রাজ্যজুড়ে (West Bengal Weather) দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস।
আবহাওয়া দফতর (Metrological Department) জানিয়েছে, বঙ্গোপসাগর (Bay of Bengal) থেকে ঢোকা জলীয় বাষ্পের সঙ্গে পশ্চিমা গরম হাওয়ার সংঘর্ষে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েই আবহাওয়ার এই রূপবদল। এর ফলে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের (South Bengal Weather Update) সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও দমকা ঝোড়ো হাওয়া।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝে তৈরি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি। শিলাবৃষ্টিরও আশঙ্কা থাকছে। উত্তরবঙ্গে (North Bengal Weather) সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদল হবে রাজ্যে। বৃষ্টির জেরে অবশ্য রাজ্যের একাধিক জায়গাতেই অস্বস্তির রেশ কমেছে। তাপমাত্রাও বিভিন্ন জেলাতেই বেশ কিছুটা নামায় মিলেছে স্বস্তি। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার অস্বস্তির আবহ কাটিয়ে স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। যদিও সেদিন বজ্রবিদ্যুতের জেরে হয়েছিল মর্মান্তিক পরিণতিও। রাজ্যের ৫ জেলায় বাজ পড়ে মোট ১৫ জনের মৃত্যুর খবর মিলেছিল।
আরও পড়ুন- 'NRC-র ভয় দেখাচ্ছেন মমতা', রেড রোডে নিশানা শুভেন্দুর
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।
এদিকে, পুরুলিয়া ঝাড়গ্রাম পূর্ব-পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা তে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। গতকাল বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হবে বলেই পূর্বাভাস।
কিছুদিন আগেই তাপপ্রবাহের দাপটে কার্যত পুড়ছিল বঙ্গ। পশ্চিমবঙ্গে চলতে থাকা সেই অস্বস্তিকর পরিবেশ অবশ্য কেটে গিয়েছে।
আরও পড়ুন, তাজা নাকি ফ্রিজের সবজি ? কোনটা উপকারী ?