South Dinajpur: মাত্র ২ বছরেই ঠোঁটস্থ ২০টি দেশের রাজধানীর নাম, তুখোড় সাধারণ জ্ঞান! ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বাংলার খুদের
India Book of Records: বয়স দুই পেরোয়নি, এখনই ২০ টি দেশের জাতীয় পতাকা এবং রাজধানীর নাম ঠোঁটস্থ তার। ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম-সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ করে ফেলেছে সে।
মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: বয়স মাত্র ২ বছর ৮ মাস। এরই মধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে (India Book Of Records) নাম উঠল মাস্টার তানের। আগামীতে এশিয়া বুক অফ রেকর্ডসের (Asia Book Of Records) পৌঁছনোর প্রস্তুতিও এগোচ্ছে জোরকদমে। কী এমন করল এই খুদে?
বয়স দুই পেরোয়নি, এখনই ২০ টি দেশের জাতীয় পতাকা এবং রাজধানীর নাম ঠোঁটস্থ তার। ইংরেজিতে হাতের প্রতিটি আঙুলের নাম-সহ শরীরের প্রতিটি অঙ্গের নামও ঝরঝরে মুখস্থ করে ফেলেছে সে। সেই সঙ্গে একাধিক ইংরেজি, বাংলা ছড়াসহ ১২টি মাসের নাম, ৭ দিনের ইংরেজি নামসহ সাধারণজ্ঞানেও পারদর্শী হয়ে উঠেছে। মাত্র দু-বছর বয়সে যা করা কার্যত অসম্ভব।
দক্ষিণ দিনাজপুর (South Dinajpur) জেলার তপন ব্লকের রামচন্দ্রপুরের বাসিন্দা পেশায় বেসরকারি নার্সারি স্কুলের শিক্ষক যুগল বর্মন এবং গৃহবধূর শিউলি বর্মনের একমাত্র পুত্র তান বর্মন। খুব ছোট থেকে বিভিন্ন বিষয়ে আগ্রহ ছিল তার। যা উৎসাহ জুগিয়ে ছিল বর্মন দম্পতিকেও। পড়াশোনার পাশাপাশি ছেলের অন্য বিষয়ে আগ্রহ দেখে কিছু বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা ভাবেন বর্মন দম্পতি। তাঁরা ছেলের প্রতিভাগুলি রেকর্ড করে ছাড়তে থাকেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
এর পর গুগল (Google), ইউটিউব (Youtube) ঘেটে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book Of Records) সম্পর্কে জানতে পারেম তাঁরা। গত ৩০ নভেম্বর অনলাইনে ফর্ম ভরে ফেলেন। ৩১ ডিসেম্বর ই-মেল ও ফোন আসে তাঁদের কাছে। একটি আইডি নম্বর দেওয়া হয়। তান-এর প্রতিটি প্রতিভাকে আলাদা করে রেকর্ডিং করে মোট ৮ টি ভিডিও পাঠান সংশ্লিষ্ট জায়গায়। জানুয়ারি ২০২৪-এর প্রথম সপ্তাহেই খবর আসে তান-এর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের জায়গা করে নিয়েছে।
অবশেষে বৃহস্পতিবার ইন্ডিয়া বুক অফ রেকর্ডস (India Book Of Records) থেকে তানের বাড়িতে এসে পোঁছয় শংসাপত্র, উপহার, বই সামগ্রী আরও কত কী। সন্তানের এমন সাফল্যে আত্মহারা বর্মন দম্পতি। খুশির আবহ পরিবার এবং এলাকায়।
আরও পড়ুন: Ayodhya Ram Mandir: আলো আর ফুলের মালায় সেজেছে রাম জন্মভূমি, উৎসবমুখর অযোধ্যা; ভিড় বাড়ছে বাঙালিদেরও