Sovon Chatterjee: ভাইফোঁটায় মমতার বাড়িতে শোভন, 'ভুল বোঝাবুঝির মেঘ কেটেছে', বললেন বৈশাখী
Baisakhi Banerjee: দিদি ও শোভনের পারস্পরিক টান অটুট, বললেন বৈশাখী।
কলকাতা: ভাইফোঁটা উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মমতার বাড়িতে গিয়ে ভাইফোঁটা নিলেন শোভন চট্টোপাধ্যায়। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখী বন্দোপাধ্যায়। দুপুর আড়াইটে নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে যান শোভন।
বৈশাখী বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিদির সঙ্গে কথা হয়েছে। দিদির আর্শীবাদ প্রাপ্তি বড় ব্যাপার। দিদি ও শোভনের পারস্পরিক টান অটুট। ভুল বোঝাবুঝির মেঘ কেটে গিয়েছে।' তিনি বলেন, 'অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত। শোভন মমতাদির খুব আদরের'।
কী কথা হল দিদির সঙ্গে?
এই প্রশ্নের উত্তরে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'দিদির সঙ্গে কথা তো একান্তই দিদি ও আমার মধ্যে।
রাজনীতির কথা হয়েছে?
শোভন বললেন, 'রাজনীতির কথা, অবস্থানের কোনও বিনিময় হবে না, তা তো হবে না।'
রাজনীতিতে ফিরছেন শোভন?
কলকাতার প্রাক্তন মেয়র বললেন, 'দিদি যা সিগন্যাল দেওয়ার, যা বলার বলেছেন, তা বাস্তবায়িত হলে লেটস সি... ওনার কোনও কথা আমি কখনই অস্বীকার করিনি।'
দিলীপের কটাক্ষ:
'সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের (west bengal) কী হবে, চিন্তা নেই। এই মেঘ জমছে কেন, এই মেঘ কাটছে কেন সেটাও আমরা বুঝতে পারি না', শোভন চট্টোপাধ্যায়ের (sovon chatterjee) মুখ্যমন্ত্রীর (CM) কাছে ফোঁটা (bhaifonta)নিতে আসা নিয়ে প্রতিক্রিয়া বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (dilip ghosh)। সঙ্গে সংযোজন, 'যাঁরা নিজের শর্তে রাজনীতি করেন, তাঁরা মাঝেমধ্যে অদলবদল করেন। কে থাকল আর না থাকল তাতে বাংলার কী পরিবর্তন হল?'
একসময় তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা। তারপরে ঘর বদলে বিজেপিতে। সেখানেও তেমন সক্রিয় হতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্য়ায়কে। তারপরে ক্রমশ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে শোভন-বৈশাখীর। উল্টোদিকে ক্রমশ যোগাযোগ বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগে নবান্ন গিয়েও মমতার সঙ্গে দেখা করেছেন শোভন-বৈশাখী। তারপরে এবার মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন। এর আগে দীর্ঘদিন ধরেই ভাইফোঁটা নিতে প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন শোভন চট্টোপাধ্যায়। এর আগে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। তখন মুখ খুলতে দেখা যায় শোভন চট্টোপাধ্যায়কে। 'দিদি'র পাশে দাঁড়িয়ে কলকাতার প্রাক্তন মেয়র একহাত নেন শুভেন্দুকে। শুভেন্দুর বিরুদ্ধে ইতিহাসকে বিকৃত করার অভিযোগও তোলেন শোভন।