Sudipta Chakraborty: 'বিষয়টি লজ্জার!' ধৃত মডেল-অভিনেত্রী অর্পিতা প্রসঙ্গে ফেসবুকে লম্বা পোস্ট সুদীপ্তা চক্রবর্তীর
Sudipta Chakraborty on Arpita: সুদীপ্তা কারও নাম উল্লেখ না করলেও যে উদাহরণ তিনি টেনেছেন তাতে স্পষ্ট যে কথাগুলো অর্পিতা মুখোপাধ্যায়কে লক্ষ্য করেই বলা। প্রসঙ্গত, এদিন ইডি গ্রেফতার করেছে অর্পিতাকেও।
কলকাতা: গত দুই দিন ধরেই রাজ্য রাজনীতি (Politics) তোলপাড়। শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ইডি-র হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। আর সেই সঙ্গেই টালিগঞ্জের ডায়মন্ড সিটিতে, এক লহমালয় স্পটলাইট এসে পড়েছে যার ওপর, তিনি অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। পেশায় মডেল ও অভিনেত্রী অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে নগদ ২১ কোটি ২০ লক্ষ টাকা। সেই সঙ্গে সোনার গয়না, বিদেশি মুদ্রা তো রয়েইছে। আর এইসবের সঙ্গে তাল মিলিয়ে চলছে সোশ্যাল মিডিয়া ট্রোলিং (Social Media Troll)। এবার সেই সবকিছু নিয়েই ফেসবুকে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী (Sudipta Chakraborty)।
'বিষয়টা লজ্জার', ফেসবুকে পোস্ট মন্তব্য সুদীপ্তা চক্রবর্তী
শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করেন সুদীপ্তা। তিনি লেখেন, 'ফেসবুকে Meme বানিয়ে, খিল্লি করে, চা-এর কাপে তুফান তুলে হাল্কা আলোচনার বিষয় এটা নয়। বিষয়টা লজ্জ্বার। বিষয়টা রাগের। চোখের সামনে রোজ দেখছি তাজা কিছু ছেলেমেয়েকে অভিনয় শিখে, অভিনয় চর্চা করে, নিজেকে তৈরি করার অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের সম্মান বজায় রেখে। কাজ করছেও, যেটুকু যা পাচ্ছে। এরা তাহলে কী? অভিনেতা নয়? অভিনেত্রী নয়? অন্যায়কে প্রশ্রয় দিয়ে, অন্যায় পথে টাকা রোজগার করে, অন্যায় ভাবে দু একটা বিজ্ঞাপন, সিনেমা বা সিরিয়ালে কাজ পেলেই তিনি মডেল? তিনি অভিনেতা? তিনি অভিনেত্রী?? লজ্জা করছে !! রাগ হচ্ছে !! কত শত ছেলেমেয়েরা পড়াশোনা করে, ট্রেনিং নিয়ে, পরীক্ষা দিয়ে হত্যে দিয়ে পড়ে আছে একটা কাজ পাওয়ার আশায় !!! সরকারি, বেসরকারি, চাকরি বা ফ্রিল্যান্সিং job, যা হোক কিছু --- একটা কাজ, just একটা কাজ, যাতে সম্মানের সঙ্গে কাজ করে কিছু টাকা রোজগার করা যায়। আর সেখানে কোনো একজন মানুষের ১০/১৫ টা বাড়ি... ২১ কোটি টাকা নগদ... বিদেশি মুদ্রা... গয়না ....এই দেশে!!!!! এই রাজ্যে !!! এই শহরে !!!! এঁরা জনগণের স্বার্থে কাজ করেন ? দেশের স্বার্থে রাজনীতি করেন ? আমাদের দেখে কি সত্যিই মনে হয় আমরা রোজ সকালে breakfast এ ঘাস খাই ???? লজ্জ্বা করছে ! রাগ হচ্ছে ! খুব !!! ** এই পোস্ট তৃণমূল/বিজেপি/সিপিআইএম সংক্রান্ত নয়। এই পোস্টে এসে Whataboutery করবেন না। উত্তর দেব না।' (অপরিবর্তিত)
পোস্টে সুদীপ্তা কারও নাম উল্লেখ না করলেও যে উদাহরণ তিনি টেনেছেন তাতে স্পষ্ট যে কথাগুলো অর্পিতা মুখোপাধ্যায়কে লক্ষ্য করেই বলা। প্রসঙ্গত, এদিন ইডি গ্রেফতার করেছে অর্পিতাকেও। এদিন গ্রেফতারির পর অর্পিতার দাবি, 'আমি কোনও অন্যায় করিনি, এটা বিজেপির বড় চাল।'