Bankura News: মুকুটমনিপুরের রাস্তা থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ীর দেহ, খুনের অভিযোগ পরিবারের
Dead Body Retrieved From Bankura:রাস্তা থেকে উদ্ধার ব্যবসায়ীর দেহ। ষড়যন্ত্র করে খুনের অভিযোগ পরিবারের। বাঁকুড়ার মুকুটমণিপুরের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়।
পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: রাস্তা থেকে উদ্ধার ব্যবসায়ীর (businessman) দেহ (body)। ষড়যন্ত্র করে খুনের অভিযোগ পরিবারের। বাঁকুড়ার (bankura) মুকুটমণিপুরের ঘটনা। খবর ছড়াতেই চাঞ্চল্য এলাকায়।
কী হয়েছে?
নিহতের নাম শুভঙ্কর দে। বয়স ৩৬ বছর। পরিবারের দাবি গত ২৩ জুলাই নিখোঁজ হয়ে যান ওই ব্যবসায়ী। পরে তাঁর বাইকের খোঁজ মিললেও শুভঙ্করের হদিস পাওয়া যায়নি। অবশেষে রবিবার সকালে খাতড়া মুকুটমণিপুর রাস্তায় বাগজোবড়া রাস্তার ধারে একটি দেহ উদ্ধার করে পুলিশ। জানা যায়, সেটি ওই নিখোঁজ ব্যবসায়ীর। সোনারুপো এবং জমির ব্যবসা করতেন তিনি। পরিবারের ধারণা,ষড়যন্ত্র করে খুন করা হয়েছে শুভঙ্করকে। দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
নিহতের পরিচয়
পুলিশ জানিয়েছে, শুভঙ্কর বাঁকুড়ার ইন্দারাগোড়ার বাসিন্দা। পরিবারের দাবি, গত ২৩ জুলাই বাড়িতে জানিয়েছিলেন কাজ সেরে শীঘ্রই ফিরে আসবেন। তার পরই বাইক নিয়ে বের হয় যুবক। কিন্তু পরিবারের লোকজন তাঁকে ফোন করলে মোবাইল সুইচড অফ পায়। দীর্ঘ সময় পরও ছেলে বাড়ি না ফেরায় অশনি সঙ্কেত পান বাড়ির লোকজন। ঘটনার কথা জানিয়ে পুলিশে নিখোঁজ ডাইরি করা হয়। এর পরই খোঁজখবর শুরু। বাঁকুড়া শহরের কলেজ মোড়ের রাস্তা থেকে শুভঙ্করের বাইক উদ্ধার হয়। পরে, রবিবার, বাঁকুড়ার খাতড়া থানার পুলিশ মুকুটমনিপুর লাগোয়া বাগজোবড়া এলাকার রাস্তার ধারের ঝোপ থেকে একটি দেহ উদ্ধার করে। আজ সন্ধেয় ওই দেহ শনাক্ত করে শুভঙ্করের পরিবার।
যেখানে বাইক পাওয়া গিয়েছে, তার ৫০ কিলোমিটার দূর থেকে দেহ উদ্ধার হল কী ভাবে? এই নিয়েই খুনের সন্দেহ দানা বেঁধেছে নিহতের পরিবারের মনে। তাঁদের যুক্তি, সোনারুপোর ব্যবসার সঙ্গে জমি সংক্রান্ত ব্যবসাও করতেন শুভঙ্কর। সেই ব্যবসা সংক্রান্ত বিষয় থেকেই খুনের ঘটনা, জোরালো ভাবেই মনে করছে পরিবার।
আরও পড়ুন:'কারও মাথায় ছিল না হেলমেট', উলুবেড়িয়ায় বেপরোয়া বাইক চালানোর বলি ২