Suvendu Adhikari: রেশন কার্ডের মতো আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ শুভেন্দুর
Suvendu Attacks Mamata: ভূতুড়ে ভোটার নিয়ে মমতার আক্রমণ, পাল্টা কমিশনে শুভেন্দু

কলকাতা: ছাব্বিশের ভোটের আগে ভূতুড়ে ভোটার নিয়ে সংঘাত। ভূতুড়ে ভোটার নিয়ে মমতার আক্রমণ, পাল্টা কমিশনে শুভেন্দু। 'ভূতুড়ে ভোটারদের নাম তোলা নিয়ে AROদের মুখ্যমন্ত্রীর হুমকি। ঘুষ নেওয়ার অভিযোগে ARO, DM-দের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী'। CEO অফিসে গিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিরোধী দলনেতার নালিশ। CEC নিয়েও সাংবিধানিক প্রতিষ্ঠানকে বদনামের চেষ্টার অভিযোগ। রেশন কার্ডের মতো আধার-এপিক বায়োমেট্রিক লিঙ্কের দাবি শুভেন্দুর।
বাংলা দখল করতে ভোটার তালিকায় ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বিজেপি। তালিকায় ঢোকানো হচ্ছে হরিয়ানা, রাজস্থান, বিহার, পাঞ্জাবের বাসিন্দাদের নাম। নেতাজি ইন্ডোরে দলের সাংগঠনিক বৈঠক থেকে এমনই অভিযোগ করলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। কারচুপির অভিযোগে কাঠগড়ায় তুললেন নির্বাচন কমিশনকে।ঘুরিয়ে প্রশ্ন তুললেন, মুখ্য় নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে। ভুয়ো ভোটার খুঁজতে কমিটি গড়ে দিয়েছেন তৃণমূলনেত্রী। স্বচ্ছ ভোটার তালিকা চেয়ে সুর চড়িয়েছে বিজেপিও।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।'তেনাদে'র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুললেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
মুখ্য়মন্ত্রী বলেন, ধরুন একটা নাম মুর্শিদাবাদের রানিনগরে বাড়ি মহম্মদ শাহিদুল ইসলাম, এর এপিক কার্ড নম্বর যেটা আছে পশ্চিমবঙ্গে, তাঁর সঙ্গে নাম যুক্ত করেছে সোনিয়া দেবী। তাঁর বাড়ি কোথায়, তাঁর বাড়ি হচ্ছে হরিয়ানা। মহম্মদ আলি হোসেন, রানিনগরে বাড়ি তাঁর সঙ্গে নাম তুলেছে কার,মনজিৎ, তাঁর বাড়ি হরিয়ানা। বানেরা বিবি, রানিনগর তাঁর সঙ্গে নাম তুলেছে কার, দীপক। বাবার নামও আছে। বাড়ি কোথায়? হরিয়ানা। তাহলে পশ্চিমবঙ্গ ভোট দেবে না হরিয়ানা ভোট দেবে, পশ্চিমবঙ্গে? বুঝতে পারছেন খেলাটা? মাথায় কিছু ঢুকল?
সরকার যার, কারচুপির ক্ষমতা তো তার। মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে পাল্টা খোঁচা দিয়ে মন্তব্য় অধীর চৌধুরীর। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'যাদের সরকার তাদের দায়িত্ব এটা। কারচুপি করার ক্ষমতা তাদের আছে, যাদের সরকার, বিজেপির যেখানে সরকার, বিজেপি সেখানে তারা কারচুপি করে। পশ্চিমবঙ্গ যাদের সরকার তারা কারচুপি করছে।'সিপিএম রাজ্য় সম্পাদক মহম্মদ সেলিম বলেন, গ্রামে যেমন ভূত ধরতে ওঝা ডাকা হয়, তেমনই ভোটার তালিকায় ভুয়ো ভোটার ধরতে একটা কমিটি গঠন করে দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সুব্রত বক্সীর নেতৃত্বে এই কমিটিতে তিনি রেখেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো নেতাকে।
আরও পড়ুন, 'বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP-তে যাবে..' !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















