Suvendu Adhikari : টেবিলে রিভলভার রেখে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি! জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার
Contai News : কিছু না বললে পুলিশের বিরুদ্ধে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকির অভিযোগ। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাঁথির এসডিপিওর।

কাঁথি : কাঁথি পুরসভার টেন্ডার দুর্নীতির (Contai Municipality Tender Scam) তদন্তে সিবিআই, জামিন পেয়েই পুলিশের (Police) বিরুদ্ধে বিস্ফোরক অভিযুক্ত। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জামিন পেয়েই পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কাঁথি পুরসভার ঠিকাদার। গ্রেফতারের পরে শুভেন্দুর বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। কাঁথি শ্মশান দুর্নীতিতে গ্রেফতারের পরে জামিন পেয়েই বিস্ফোরক অভিযোগ পুরসভার ঠিকাদার রামচন্দ্র পণ্ডা।
তবে এখানেই শেষ নয়। শুভেন্দুর টাকা কোথায়? শুভেন্দুর নামে বাজে কথা বলতে চাপ তৈরির অভিযোগ। পাশাপাশি পুরসভার ঠিকাদারের আরও অভিযোগ, টেবিলে রিভলভার রেখে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিরুদ্ধে বয়ান দিতে হুমকি দেওয়ার অভিযোগ। কিছু না বললে পুলিশের বিরুদ্ধে পরপর মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকির অভিযোগ। এরকম কিছু ঘটেনি, অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি কাঁথির এসডিপিওর। এদিকে, কাঁথি কোর্টে এফআইআর দায়ের করেছে সিবিআই, দাবি ঠিকাদারের আইনজীবীর।
জামিন পাওয়ার পরই কাঁথি শ্মশান দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত রামচন্দ্র পণ্ডা বলেছেন, তদন্তে বসিয়ে বাজে প্রশ্ন করা হচ্ছে। শুভেন্দু অধিকারীর টাকা কোথায় সে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। রীতিমতো থ্রেট করে বলা হচ্ছে, টাকা কোথায় তুই বল। কাঁথি থানার আইসি বলছেন এভাবে। উঠে যাওয়ার সময় বলছে, নবান্ন থেকে বড় অফিসাররা এসেছেন, ঠিক করে উত্তর দেবেন। আমি গিয়ে বসতে তিনজন অফিসার এসে বসে টেবিলে রিভলভার রাখলেন, রিভলভার দেখিয়ে প্রবলভাবে থ্রেট করা হয়েছে।
শুভেন্দু অধিকারীর টাকা কোথায় না জানালে ৮৭ টা কেস দেওয়া হবে বলা হয়। ৮৭ টা কেসে ৭ দিন করে জেল খাটানো হবে বলেও শাঁসানো হয়েছে। রাজ্যের সমস্ত থানার ঘুরিয়ে দেব বলেও হুমকি দেওয়া হয়েছে। টাকা কোথায় রয়েছে না বললে আমরা বয়ান লিখব, সত্যি হোক মিথ্যে হোক তাতে সই করতে হবে! পুলিশ তাঁকে ঠিক এভাবেই শাঁসিয়েছে বলে গুরুতর অভিযোগ করার পরই রাজনৈতিকভাবে তোলপাড় পড়ে গিয়েছে গোটা বিষয়টি নিয়ে।
আরও পড়ুন- মত্ত প্রধান শিক্ষক, হুগলির স্কুলে টানা দ্বিতীয়দিন তালা ঝুলিয়ে প্রতিবাদ অভিভাবকদের






















