Suvendu Adhikari : 'যদি না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়' হলদিয়ায় গিয়ে কী নিয়ে হুঙ্কার শুভেন্দুর?
Haldia Industrial Area : কার্যত, হলদি নদীর জলে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার ছুড়ে লোকসভা ভোটের আগে শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন শুভেন্দু
বিটন চক্রবর্তী ,সুদীপ্ত আচার্য, হলদিয়া : লোকসভা ভোটে তৃণমূল হারলে, পরের দিন সকালেই হলদিয়া শিল্পাঞ্চল থেকে তাদের উৎখাত করব। হলদিয়ার সভা থেকে এই ভাষাতেই রাজ্যের শাসকদলকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। (Suvendu Adhikari)
পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা কেন্দ্র (Lok Sabha) । একটি কাঁথি। একটি তমলুক। কাঁথির সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী আর তমলুকের সাংসদ তাঁর ভাই, দিব্যেন্দু অধিকারী। এই তমলুক লোকসভার মধ্যে যে ৭টি বিধানসভা রয়েছে তার মধ্যে অন্যতম হলদিয়া, ময়না এবং নন্দীগ্রাম বিধানসভা বিজেপির দখলে। অন্যদিকে, তমলুক লোকসভার মহিষাদল, নন্দকুমার, তমলুক এবং পূর্ব পাঁশকুড়া বিধানসভায় ক্ষমতায় আছে তৃণমূল। অর্থাৎ সংখ্যার নিরিখে ফলাফল তৃণমূল ৪, বিজেপি ৩। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিধানসভার বিরোধী দলনেতার হুঙ্কার, 'লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্র তো হেরে বসে আছে, আগামী দিনেও হারবে এবং যেদিন হারবে, পরেরদিন সকালবেলা হলদিয়ার কারখানার গেট থেকে এই চোর তৃণমূলকে উৎখাত করব আমরা।'
কার্যত, হলদি নদীর জলে তৃণমূলকে ছুড়ে ফেলার হুঙ্কার ছুড়ে লোকসভা ভোটের আগে শিল্পশহরের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! বললেন, ' শ্রমিক বিরোধী তৃণমূলকে আমরা উৎখাত করব। ৩ ঘণ্টার মধ্যে উৎখাত করব। যদি না পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়' । সেই সঙ্গে বিরোধী দলনেতার হুঙ্কার, 'পঞ্চায়েতে ভোট লুঠ করেছে। লোকসভা নির্বাচনে ভোট লুঠ করতে পারবে না।'
হলদিয়া শিল্পাঞ্চলে (Haldia Industrial Area) অন্যতম ভোট-ফ্যাক্টর এখানকার শ্রমিকরা। রাজনৈতিক সমীকরণ এখানে অনেকাংশেই আবর্তিত হয় কারখানার গেট থেকে। বিশ্বকর্মা পুজোর উদ্বোধন করতে গিয়ে তাই শ্রমিক উন্নয়ন নিয়ে শাসক দল তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু।
আরও পড়ুন :
মন্ত্রীকন্যা অঙ্কিতার চাকরি এখনও কেন পেলেন না অনামিকা? কড়া হুঁশিয়ারি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
শুভেন্দুর এই হুঙ্কার, হুঁশিয়ারির কড়া জবাব দিয়েছে তৃণমূল। বিধায়ক শশী পাঁজা এদিন বলেন, সদর্থক কথা বলতে পারেন না, সবসময় ছুড়ে দেব, ভেঙে দেব !
আসন সংখ্যার নিরিখে ২০২১-এর বিধানসভা নির্বাচনে, শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে আশানুরূপ ফল হয়নি বিজেপির। সামনে ২০২৪-এর লোকসভা নির্বাচন। কাঁথির অধিকারী পরিবারের হাতে থাকা পূর্ব মেদিনীপুরের ২টি লোকসভা কেন্দ্র তমলুক আর কাঁথি-র লড়াই তাই যে জমজমাট হয়ে উঠতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।