Arjun Singh : অর্জুন সিংহ দল ছাড়ার পর, ব্যারাকপুরে বিজেপির ঘর সামলাবেন কে?
Arjun Singh rejoins TMC : অর্জুন সিংয়ের বিজেপি ত্যাগ ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ রাতারাতি পাল্টে দিয়েছে।আপাতত ব্যারাকপুরে BJP র দায়িত্বে শুভেন্দু অধিকারী
দীপক ঘোষ, আশাবুল হোসেন, কলকাতা : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের তৃণমূলে যোগ দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নিউটাউনের হোটেলে বৈঠকে বসল রাজ্য বিজেপি (BJP) । এই বৈঠক থেকে আপাতত ব্যারাকপুরের ( Barrackpore) দায়িত্ব দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে।
ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের
রবিবার, অর্জুন সিং (MP Arjun Singh) তৃণমূলে ফেরার পরই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ' দলীয় পদ থেকে টিকিট দেওয়া, অর্জুন সিংহ যা বলেছেন তাই করা হয়েছে। অর্জুন ঘনিষ্ঠদের হাতেই নিয়ন্ত্রণ রয়েছে।'
এই প্রেক্ষাপটে সোমবার ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সাধারণ সম্পাদক ও প্রাক্তন জেলা সভাপতিকে নিয়ে বৈঠক করলেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির সাংগঠনিক সম্পাদক অমিতাভ চক্রবর্তী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরা। আপাতত ব্যারাকপুরের দায়িত্বে শুভেন্দু অধিকারী। বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল (TMC) । এরই মধ্যেদলের রাজ্য নেতৃত্বকে আত্মসমীক্ষার পরামর্শ দিলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। অর্জুন সিং তৃণমূলে ফেরার পর ট্যুইটে ফের রাজ্য বিজেপির নেতাদের কটাক্ষ করেছেন তথাগত রায়।
কুণাল ঘোষের ব্যাঙ্গ
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ( Kunal Ghosh ) ব্যাঙ্গ করে বলেন, কাঁথি (Kanthi ) সামলাতে পারে না, আবার ব্যারাকপুরের দায়িত্ব! ৩০ মে শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। তার আগে, বুধবার ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী।
তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক
অন্যদিকে, সোমবার উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূলের দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার বৈঠক হয়। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, বিধায়ক মদন মিত্র, তাপস রায়, রাজ চক্রবর্তী-সহ আরও অনেকে। পদ্ম ছেড়ে তৃণমূলে ফেরার পরে প্রথম সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন অর্জুন সিংহ! বিজেপিতে থাকাকালীন যাঁদের সঙ্গে অর্জুনের এত দ্বৈরথ, তাঁদেরও দেখা গেল খোশ মেজাজে। এদিনের বৈঠকের মূল বিষয়বস্তু ছিল, ৩০ মে উত্তর ২৪ পরগনার শ্যামনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভা এবং তার প্রস্তুতি।
সব মিলিয়ে অর্জুন সিংয়ের বিজেপি ত্যাগ, ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণ রাতারাতি পাল্টে দিয়েছে।