Suvendu Adhikari: 'মমতাকে ক্ষমতায় রাখছে বামেরাই, সাবধান হতে হবে', আর জি কর-ধর্নামঞ্চ থেকে বললেন শুভেন্দু
RG Kar Protests: ধর্নামঞ্চ থেকে এদিন মারাত্মক অভিযোগ তোলেন শুভেন্দু।
কলকাতা: আর জি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে শ্যামবাজারে ধর্না চলছে বিজেপি-র। বুধবার সেখান থেকেই মমতাকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, 'দফা এক, দাবি এক, দাবি এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ'। মমতা পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠাচ্ছেন এবং তাতে বামেদের সহযোগিতা রয়েছে বলেও অভিযোগ করেন শুভেন্দু। (Suvendu Adhikari)
ধর্নামঞ্চ থেকে এদিন মারাত্মক অভিযোগ তোলেন শুভেন্দু। তাঁর দাবি, আর জি করের ঘটনায় শুধুমাত্র উপাচার্য বদল করা হয়নি, ভিসেরা, রক্তের নমুনাও পাল্টে দেওয়া হয়েছে। মুছে দেওয়া হয়েছে সিসিটিভির ফুটেজ। ঘটনার রাতের রস্টারও খাতা থেকে ছিঁড়ে ফেলে হয়েছে বলে দাবি করেন শুভেন্দু। চার-পাঁচ দিনে মমতা এবং তাঁর গুন্ডারা সব সাফ করে দিয়েছেন বলে অভিযোগ করেন। মমতা অপকর্ম লুকোতে চাইছেন বলেও মন্তব্য করেন শুভেন্দু। (RG Kar Protests)
সাধারণ মানুষের উদ্দেশে শুভেন্দু বলেন, "যাঁকে সততার প্রতীক বলতেন, হাওয়াই চটির উল্লেখ হতো, মা-মাটি-মানুষের পূজারিণী বলা হতো, চরিত্রের উদাহরণ দেওয়া হতো...কতশত বিশেষণ জুড়ত। আসলে প্রদীপের নীচের অন্ধকার প্রকাশিত হতে চলেছে। তদন্তকারী সংস্থা, সর্বোচ্চ আদালতের কাছে দাবি, অবিলম্বে কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, শ্যামাপদ দাস এবং সন্দীপ ঘোষকে হেফাজতে নেওয়া হোক। চেক করা হোক ওঁদের কল রেকর্ড।"
শুভেন্দুর দাবি, আর জি করের ঘটনা একজনের কাজ নয়, একাধিক ব্যক্তি জড়িত ঘটনায়। ওষুধ পাচার চক্রের কথা জেনে যাওয়াতেই নির্যাতিতাকে খুবের পরিকল্পনা করা হয়। শুভেন্দু জানান, ঘটনার পর নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা দিতে গিয়েছিলেন মমতা। কিন্তু নির্যাতিতার মা-বাবা টাকা নেননি। জানিয়ে দিয়েছেন, কলকাতা পুলিশের আচরণ ঠিক নয়। এক নয়, অনেকে যুক্ত। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রী দু'কান কাটা, লাজ-লজ্জা নেই। আমার কাছে নন্দীগ্রামে হেরে, শোভনদেব চট্টোপাধ্যায়কে পদত্যাগ করিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। এই লড়াই লড়তে হবে আমাদের। সমাধান একটাই, দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এর কোনও বিকল্প হতে পারে না।"
আর জি করের ঘটনায় এ যাবৎ বিরোধী শিবিরের সব দলকেই পথে দেখা গিয়েছে। শাসকদল তৃণমূলও দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছে। কিন্তু এদিন তৃণমূল এবং বামেদের মধ্যে ষড় রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "বামপন্থীরা সাইনবোর্ড হয়ে গিয়েছে। ঘোলা জলে মাছ ধরতে চায়। সারা বছর 'বিচার চাই', 'চোর ধরো', 'জেল ভরো' বলবে, আর ভোটের সময় বলবে, 'নো ভোট টু মোদি', 'নো ভোট টু বিজেপি'। এদের কাজ হচ্ছে, হিন্দু ভোট কাটো। চোর মমতা, ধর্ষকদের নেত্রী মমতা, খুনিদের নেত্রী মমতা, রাজ্যকে রসাতলে পাঠিয়ে দেওয়া মমতাকে ক্ষমতায় রাখার কাজটাই করে বামেরা। এই মাকু-সেকুদের থেকেও সাবধান থাকতে হবে। লোকসভা ভোটেও ১২টি আসন তৃণমূলকে উপহার দিয়েছে ওরা।"
আর জি করের প্রতিবাদে আগামী পাঁচ দিন বিজেপি-র ধর্না চলবে বলে জানিয়েছেন শুভেন্দু। আগামী কাল স্বাস্থ্যভবন অভিযান রয়েছে গেরুয়া শিবিরের। দোষীদের মৃত্যুদণ্ড চেয়ে সরব হওয়ার কথা জানান শুভেন্দু।