West Bengal: রোগ সারাতে কড়া দাওয়াই! সরকারি হাসপাতালের রাতের রস্টার পাঠানোর নির্দেশ
Swastha Bhawan: সরকারি স্বাস্থ্য ব্যবস্থার রোগ সারাতে কড়া দাওয়াই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে হাসপাতালের চিকিৎসকদের রাতের রস্টার।

সন্দীপ সরকার, কলকাতা: রাতে কোন কোন চিকিৎসক ডিউটিতে আছেন, প্রতিদিন দুপুরের মধ্যে পাঠাতে হবে তার রোস্টার। যে সব হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার আছে, পাঠাতে হবে সেখানকার সহকারি সুপার এবং নার্সিং ইনচার্জদের নাম। সরকারি স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের (Swastha Bhawan)। রস্টার পাঠানোর জন্য তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ।
কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের: সরকারি স্বাস্থ্য ব্যবস্থার রোগ সারাতে কড়া দাওয়াই। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে হাসপাতালের চিকিৎসকদের রাতের রস্টার। স্বাস্থ্যভবনের কড়া নির্দেশে নড়েচড়ে বসেছে রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজ। মদন মিত্র থেকে শতাব্দী রায় - সাধারণ মানুষের পাশাপাশি, সরকারি স্বাস্থ্য়ব্য়বস্থা নিয়ে সম্প্রতি ক্ষোভের সুর শোনা গিয়েছে শাসকদলের সাংসদ-বিধায়কদের গলাতে। এই প্রেক্ষিতে, গত ২৬ তারিখ কলকাতার ৬ সরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন স্বাস্থ্য সচিব। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, SSKM থেকে NRS, RG Kar, কলকাতা মেডিক্যাল থেকে ন্যাশনাল মেডিক্যাল- স্বাস্থ্য সচিবের কড়া সমালোচনা ও প্রশ্নবাণ থেকে রেহাই পায়নি কোনও হাসপাতাল। এমনকী, সাগর দত্ত হাসপাতালের পরিষেবা নিয়েও ক্ষোভ উগরে দেন নারায়ণস্বরূপ নিগম।
ওই বৈঠকের পরই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাসপাতালগুলিকে একাধিক নির্দেশ দেন স্বাস্থ্যসচিব। তারপরই দেওয়া হয়েছে কড়া নির্দেশ। বলা হয়েছে, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে রাতে কোন কোন চিকিৎসক ডিউটিতে আছেন, তার তালিকা প্রতিদিন স্বাস্থ্য ভবনে পাঠাতে হবে। যেখানে উল্লেখ থাকবে, চিকিৎসকের নাম, তাঁর পদ ও ফোন নম্বর। যে সব হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার আছে, সেখানকার সহকারি সুপার এবং নার্সিং ইনচার্জদের নামের তালিকাও পাঠাতে হবে।
কলকাতার সরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর জারি করা নির্দেশিকায় স্বাস্থ্যসচিব বলেন, হাসপাতালের প্রশাসনিক কর্তাদের নাইট রাউন্ড চালু করতে হবে। রাতে ওয়ার্ডে ওয়ার্ডে আচমকা পরিদর্শনে আসতে হবে প্রশাসনিক কর্তাদের।সিনিয়র ডাক্তারদের সন্ধ্যেবেলা আবশ্যিকভাবে রাউন্ড দিতে হবে। জরুরি বিভাগে রোগীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করানো চলবে না। হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু তাই নয়, কোনও চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর কর্তব্যে গাফিলতি হলে, তাঁদের নামের তালিকাও স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেন স্বাস্থ্যসচিব। এবার একেবারে রাতের রস্টার পাঠানোর নির্দেশ। নির্দেশ মেনে, স্বাস্থ্যভবনের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুপুরের মধ্যে নাইট ডিউটি রস্টার পাঠাতে শুরু করেছে মেডিক্যাল কলেজগুলি। সূত্রের খবর, হাসপাতালের পাঠানো রস্টার ধরে স্বাস্থ্যভবন থেকেও খোঁজখবর নেওয়া হবে- চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ডিউটিতে আছেন কি না।
আরও পড়ুন: Causes of Sweating: গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘামতে শুরু করি কেন, এর পেছনে বৈজ্ঞানিক কারণ কী ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
