SSC Teachers Agitation: কসবায় ধুন্ধুমার! চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা, অসুস্থ একাধিক শিক্ষক
চাকরি বাতিল ইস্যুতে পথে চাকরিহারারা। ন্যায়-বিচার দিতেই হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের।

কলকাতা: চাকরি চাইতে গিয়ে জুটল লাঠিপেটা। এমনই দৃশ্যর সাক্ষী হল শহর। চাকরি বাতিল ইস্যুতে আজ জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন চাকরিহারারা। সেই দাবি মতো কসবায় DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ চলে। সেই সময়ই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। এদিন বিক্ষোভের শুরুতেই গোল বাধে। 'বিচারের দাবি' নিয়ে সুর চড়াতেই টেনে হিঁচড়ে সরানো হল চাকরিহারা শিক্ষকদের।
তবে পিছু হটেননি চাকরিহারারা। নিজেদের দাবি তুলে ধরতে ব্যারিকেড টপকে DI অফিসের ভিতরে প্রবেশের চেষ্টাও করেন তাঁরা। সেই সময়ই পুলিশ-চাকরিহারাদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি, তুলকালাম বাধে। এমনকী মহিলা শিক্ষকদের ওপর লাঠিচার্জের অভিযোগ উঠেছে। বেধড়ক মেরেছে পুলিশ এমনই অভিযোগ চাকরিহারাদের। চাকরি চাইতে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে অনেক চাকরিহারা অসুস্থও হয়ে পড়ে। লাঠির আঘাতে আহত হন কয়েকজন।
পুলিশের তরফে জানান হয়েছে, পুলিশের উপর যেহেতু আক্রমণ ঘটেছে তাই পাল্টা লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে পুলিশ, সেটা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্যই, এমনটাই লালবাজারের তরফে জানান হয়েছে।
শিক্ষকদের অনেকেরই মন্তব্য, নিরস্ত্র চাকরিহারা শিক্ষকদের কীভাবে এমন অত্যাচার করা যায়? কসবার ডিআই অফিসের মধ্যেই বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছিলেন। চোখে-মুখে-মাথায় জল দিয়ে সুস্থ করানোর চেষ্টা করা হয়। চাকরিহারাদের একাংশের বক্তব্য, 'এর আগে নেতাজি ইন্ডোরে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়, এরপর এখানে লাঠিচার্জ, এই হল চাকরিহারা শিক্ষকদের অবস্থা এ রাজ্যে'। চাকরিহারারা এও বলেন, 'আমরা শিক্ষা দিতে এসেছি। আমরা কি জঙ্গি? আমাদের সঙ্গে এরকম ব্যবহার করবে পুলিশ?' চাকরিহারাদের গলাধাক্কা, লাঠিপেটা করে রাস্তায় সরানো হয়। যদিও পুলিশের দাবি, বিক্ষোভকারীরা আইন না মানায় প্রতিরোধ করা হয়েছে।
অন্যদিকে, মালদা, মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান। জেলায় জেলায় DI অফিসের সামনে চাকরিহারাদের বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি। মুর্শিদাবাদের বহরমপুর DI অফিসে তালা লাগালেন চাকরিহারারা। স্লোগান উঠল, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘উই ডিমান্ড জাস্টিস‘। অন্যদিকে, বর্ধমানে DI অফিসে তালা মারার চেষ্টা করেন চাকরিহারারা। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এদিন কার্জন গেট থেকে মিছিল করে বর্ধমানের DI অফিসে আসেন চাকরিচ্যুতরা।






















