TET Result : প্রকাশিত TET এর ফল, প্রথম বর্ধমানের ইনা, প্রথম ১০ এ কারা ?
TET Result 2022 : ২০২২-এর প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হচ্ছে ফলপ্রকাশ।এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন।
কৃষ্ণেন্দু অধিকারী , কলকাতা : 'নিয়োগ দুর্নীতি'-র মধ্যেই শুক্রবার প্রকাশিত হল প্রাথমিক টেটের ফল। দুপুর ১ টায় প্রকাশিত হল ফলাফল। ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট।
- টেটে ( TET )- এ প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ।
- দ্বিতীয় হয়েছেন চারজন। দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়।
- এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন
- তৃতীয় স্থান অধিকারীর সংখ্যাও ৪
- রেজাল্ট দেখা যাবে https://www.wbbpe.org/ এ
আরও পড়ুন :
ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল, তারপরই তা উধাও ! দাবি CBI-র
২০২২-এর প্রাথমিক টেটের দুই মাসের মধ্যে হচ্ছে ফলপ্রকাশ (Result TET)। এর পর ওয়েবসাইটে জানা যাবে ৬ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থীর রেজাল্ট। ৬ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিলেন।
গত বছর ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা হয়। ৫ বছরের অপেক্ষার পর আয়োজিত হয় প্রাথমিক টেট। তারইমধ্যে ২০১৪ সাল এবং ২০১৭ সালের প্রার্থীদের ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করে পর্ষদ। এর আগে গত ২৭ ডিসেম্বর কলকাতা জেলার ২০০ জন পরীক্ষার্থীর প্রথম পর্যায়ের ইন্টারভিউ হয়েছিল। ১১ তারিখ এবং ১৩ তারিখ আলিপুরদুয়ার এবং শিলিগুড়িতে হয় ইন্টারভিউ প্রক্রিয়া। ১৪ তারিখ হয় দক্ষিণ দিনাজপুরে। ইন্টারভিউর দিন চাকরিপ্রার্থীদের যে যে গুরুত্বপূর্ণ নথি নিয়ে আসতে নিয়ে আসতে হবে চাকরিপ্রার্থীদের, তা জানিয়ে দেয় পর্ষদ।
গতকালই প্রাথমিক টেটের (Primary TET) চূড়ান্ত উত্তরমালা (Answer Sheet) প্রকাশ করে পর্ষদ। ১১ ডিসেম্বর প্রাথমিক টেটের প্রশ্নপত্রের সঠিক উত্তর কী হবে? তা ওয়েবসাইটে প্রকাশ করে পর্ষদ। এই উত্তরের ভিত্তিতেই আজ প্রকাশিত হবে প্রাথমিক টেটের ফল (Primary TET Result), আগেই জানিয়েছে পর্ষদ।
তবে, প্রাথমিক টেটের এই ফলপ্রকাশ মানেই নিয়োগ পাওয়া বা নিয়োগের সঙ্গে সরাসরি কোনও যোগ নেই। নিয়োগের জন্য আলাদা বিজ্ঞপ্তি বেরোয়, আলাদা আবেদন করতে হয়।