Coochbehar: সরকারি টাকা লোপাট, বিডিওর বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের
Dinhata:মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল নেতার এই অভিযোগ মানতে চাননি অভিযুক্ত বিডিও।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ৫ লক্ষ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেছেন বিডিও। চাঞ্চল্যকর অভিযোগ তুললেন, খোদ দিনহাটা এক নম্বর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। মহকুমাশাসকের কাছেও লিখিত অভিযোগ জানানো হয়েছে। যদিও তৃণমূল নেতার এই অভিযোগ মানতে চাননি অভিযুক্ত বিডিও।
কী বলেছেন ওই নেতা:
তৃণমূল নেতা ও কোচবিহারের দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মৃণাল মণ্ডল বলেন, 'খরচ কীভাবে করেছে, সেটা আমি জানি না।' তখন তাঁকে প্রশ্ন করা হয়, কে টাকা আত্মসাৎ করল? তখন উত্তর আসে, বিডিও সাহেব।
সরকারি টাকা আত্মসাৎ? কাঠগড়ায় বিডিও:
সরকারি টাকা লোপাটের অভিযোগ। চাঞ্চল্যকর এই অভিযোগ করেছেন খোদ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ। আর সেই অভিযোগের নিশানায় রয়েছেন বিডিও। কী অভিযোগ? ওই তৃণমূল নেতার দাবি, তাঁর দফতরের ৫ লক্ষ ৪০ হাজার টাকা ছিল। তিনি অন্য বিভাগের খাতে ওই টাকা খরচের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাতে সম্মতি দেননি প্রাক্তন জয়েন্ট বিডিও। কিন্তু, সম্প্রতি জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ জানতে পারেন টাকা খরচ হয়ে গেছে। এর জন্য দিনহাটা এক নম্বর ব্লকের বিডিওর দিকেই আঙুল তুলেছেন তিনি। দিনহাটা ১ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মৃণাল মণ্ডল বলেন, 'আমার জনস্বাস্থ্যর টাকা আপনি কী কারণে খরচ করলেন, তা সভাপতিকে জানানো দরকার আছে। সহ সভাপতি আছেন, আমি আছি। চারজন মেম্বার আছেন। তাঁকে বলা দরকার। না কোনও রেজোলিউশন হয়েছে, না কিছু হয়েছে।'
বিডিওর দাবি:
যদিও টাকা খরচের বিষয় নিয়ে বিডিওকে প্রশ্ন করা হলে, কিছুই জানেন না বলে দাবি করেছেন দিনহাটা ১ নম্বর ব্লকের বিডিও মদনমোহন মুর্মু।
লিখিত অভিযোগ:
বিডিও-র বিরুদ্ধে মহকুমাশাসকের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য বিভাগের তরফে। মহকুমাশাসকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে মহকুমাশাসক কোনও মন্তব্য করতে চান না।
অন্যত্র নানা অভিযোগ:
দলের মধ্যেও নানা অভিযোগ উঠেছে নানা সময়। ভগবানপুরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, বড়ঞায় বিধায়কের বিরুদ্ধে সরব, মাথাভাঙায় দুই তৃণমূল নেতার বচসা। এরপরে বাঁকুড়ায় বিজয়া সম্মিলনীর মঞ্চে দাঁড়িয়ে দলেরই কাউন্সিলরকে দুর্নীতির অভিযোগ তুলে সরাসরি নিশানা করেছেন তালডাংরার তৃণমূল বিধায়ক। ওই তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'আমার কাছে খবর আসে অনেক, কয়েকটা ওয়ার্ডের খবর আছে। আমি সাবধান করছি তাঁদের, তাঁরা সংযত হন। ১৬ নম্বর ওয়ার্ড থেকে আমার কাছে অভিযোগ আছে। কমিশনাররা কাজ করতে গেলে পয়সা চান। এ জিনিস বরদাস্ত করা হবে না। আমি সতর্ক করে দিলাম। মনে রাখবেন, আমি দলের প্রহরী হিসাবে কাজ করি বাঁকুড়া জেলায়।'
আরও পড়ুন: বাঁকুড়ায় দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল বিধায়কের !






















