Babul Supriyo: তৃণমূলে রাশ কার হাতে? বিতর্কের মধ্য়ে বড় বার্তা বাবুলের ! কাদের থেকে 'সাবধান' হতে বললেন দেবাংশু?
Babul Supriyo Debangshu On TMC Worker: ফ্যামের সভায় দলীয় কর্মীদের কী বার্তা বাবুলের ? কাদের থেকে 'সাবধান' হতে বললেন দেবাংশু?

পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও দীপক ঘোষ, কলকাতা: 'তৃণমূলে মমতাই নেত্রী, সেনাপতি অভিষেক', ফ্যামের সভায় দলীয় কর্মীদের ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে রাশ কার হাতে? বিতর্কের মধ্য়ে বার্তা বাবুলের। তৃণমূলের যুবদের দলের ব্যাকরণ বুঝিয়েছি, বললেন বাবুল। 'মমতা এবং অভিষেকের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন' , ফ্যামের সভায় দলীয় কর্মীদের বার্তা দেবাংশু ভট্টাচার্যর।
হোর্ডিং জল্পনার মধ্য়েই এবার দলীয় কর্মীদের ব্য়াকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। প্রথমে 'অধিনায়ক অভিষেক', তারপরে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 'সর্বাধিনায়িকা জয় হে। দক্ষিণ কলকাতার বড় অংশ জুড়ে ব্য়ানার, পতাকা লাগিয়েছে তৃণমূল সমর্থকদের সোশ্য়াল মিডিয়া প্ল্য়াটফর্ম, FEARLESS AITC MEMBERS বা FAM. রবিবার, তাঁদেরই ২০২৬ নির্বাচনের সোশাল মিডিয়া চ্যালেঞ্জের রণকৌশল বৈঠক ছিল পাটুলির কলতান কমিউনিটি হলে। ‘মিশন ২০২৬ স্টার্ট ফ্রম হিয়ার‘ লেখা ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। সকাল থেকেই একেবারে সাজো সাজো রব। সবার পরণে ফ্য়াম ফর টিএমসি লেখা হলুদ রঙা টিশার্ট। মুখে মুখে স্লোগান। অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। সর্বাধিনায়িকা মমতা ব্য়ানার্জি জিন্দাবাদ। জয় বাংলা।
এদিন তৃণমূল বিধায়ক ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় যখন বৈঠকে পৌঁছন....তখনও সেই স্লোগান চলছিল। ফ্য়াম ফর টিএমসি। অধিনায়ক অভিষেক ব্য়ানার্জি জিন্দাবাদ। সর্বাধিনায়িকা মমতা ব্য়ানার্জি জিন্দাবাদ। জয় বাংলা। এরপরই ভরা সভায় নাটকীয় মোড়। কে ঘোষণা করছে? এক্ষুনি ঘোষণা তুমি করছিলে? তুমি করছিলে? এখানে এসো। এরপরই কার্যত শুরু হয়ে যায় বাবুল স্যরের ক্লাস। আমি যেটা বলছি সেটা তুমিও বলবে। তারপরে তোমার সব বন্ধুরাও বলবে। ব্য়াকরণ ঠিক রাখতে হবে। একেবারে পুরোহিত মশাইয়ের পুস্পাঞ্জলির মন্ত্র বলার মতো করে স্লোগান দেন মন্ত্রীমশাই।
ব্য়াকরণটা ঠিক রাখো। ভাষাটা শিখে যাবে। ওটাই মেন। ছোটোবেলায় A, B,C,D শেখানো হয়।কলকাতার নানা প্রান্তে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আলাদা আলাদা পতাকা-হোর্ডিং ছড়িয়ে পড়ার পর, যখন জোর জল্পনা। তখন ব্যাকরণ শিখিয়ে দলীয় কর্মীদের ঠিক কী বার্তা দিতে চাইলেন বাবুল সুপ্রিয়? কী বোঝাতে চাইলেন? তারও ব্য়াখ্য়াও দিয়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূল বিধায়ক ও পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, যদি অধিনায়ক বলেন অভিষেক ব্য়ানার্জি, ...তাহলে কোচ কে? মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দলে কোচ কে? কোচ কে? মমতা ব্যানার্জি আবার কে। অধিনায়ক বলুক, নায়ক বলুক।'
বিরোধীদের বিভাজন-আক্রমণে মধ্য়েই এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তৃণমূল কংগ্রেস আইটি সেল প্রধান দেবাংশু ভট্টাচার্য বলেন, 'আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। যারা এই 'এবং' টা বদলে 'বনাম' করতে চাইছে, সেই রাজনৈতিক কুচক্রীদের কাছে কিন্তু আমাদের আপনাদের সাবধানে থাকতে হবে।'এদিকে, মধ্য হাওড়া বিধানসভার বিভিন্ন এলাকাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে হোর্ডিং দেখা গেল। হোর্ডিংয়ে লেখা, আগামীর ভবিষ্যৎ পথ দেখাবে সেনাপতি। হোর্ডিংয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির পাশাপাশি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও।
আরও পড়ুন, 'ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে..', হলদিয়ার মিছিলে বিস্ফোরক শুভেন্দু !
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
