Suvendu Adhikari: 'ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে..', হলদিয়ার মিছিলে বিস্ফোরক শুভেন্দু !
Suvendu Attacks Mamata: হাইকোর্টের অনুমতিতে হলদিয়ায় শুভেন্দুর মিছিল, তীব্র আক্রমণ শানিয়ে কী বললেন বিরোধী দলনেতা ?

শিবাশিস মৌলিক, বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: তমলুকের পর এবার হলদিয়া, আজ হাইকোর্টের অনুমতি নিয়ে ফের শুভেন্দুর মিছিল। দোলে অশান্তির অভিযোগে ফের পথে বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে সনাতনীদের ওপর আক্রমণের অভিযোগে এই মিছিলের ডাক দেওয়া হয়েছে। এদিন শুভেন্দু বলেন, 'ঝাঁটা গেছে, একেও ঝেঁটিয়ে বিদায় করতে হবে।'
এদিন শুভেন্দু বলেন, 'বিধানসভায় বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটি বিল পাস করানো হয়েছে। পাস করানো হয়েছে শিল্প বিল। মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি ১৫ লক্ষ বেকার তৈরি করেছেন।বাংলায় তোষণের রাজনীতি চলছে, মুসলিম লিগ ২ সরকার। প্রয়াগরাজে ৬৬ কোটি হিন্দু গেছেন, মমতা বলছেন মৃত্যুকুম্ভ। মহাকুম্ভের কুম্ভস্নানে ভয় পেয়েছে, হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে। ঐক্যবদ্ধ না হলে এই বাংলা বাংলাদেশে পরিণত হবে।'
হাইকোর্টের নির্দেশে অবশেষে হলদিয়ায় হল বিজেপির সভা। মিছিল থেকে মিটিং, সবটাই হল আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনে। আর সেখান থেকেই '২৬ এর ভোটের ব্লু প্রিন্ট তৈরি করে দিলেন শুভেন্দু অধিকারী। অঙ্ক কষে ফের হিসেব দিলেন হিন্দু ভোটের। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'কোনও শক্তি রুখতে পারবে না। ২৬-এ বিজেপি সরকার। একটু অঙ্ক কষবেন। আমরা কত? ২ কোটি ৩৩ লাখ ২৭ হাজার। ওরা কত? ছাপ্পা মেরে, শতকরা ৯৫ টা মুসলিমের ভোট নিয়ে ২ কোটি ৭৫ লক্ষ। তার মধ্যে নদীর ওপারে শুধু ডায়মন্ড হারবারে ১০ লাখ ছাপ্পা আছে।'
তৃণমূল কংগ্রেস রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, মিথ্যে তথ্য দিয়ে সমাজে অশান্তি তৈরির চেষ্টা করছেন শুভেন্দু। চাকরি, পেটে , ভাত মাথার ওপরে ছাদ নিয়ে কখনও কথ বলেন না।দিবাস্বপ্ন দেখে স্বপ্নের বিরিয়ানিতে রাশি রাশি ঘি ঢেলে যাচ্ছেন।' সংখ্যাতত্ত্ব দিয়ে রাজনৈতিক দলগুলি যখন বাংলায় হিন্দু ভোটের হিসেব কষছে, তখন ৫ শতাংশ ভোটে সব উল্টে যেতে পারে বলে ভবিষ্যদ্বাণী করলেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে বলতে গিয়ে, গত লোকসভা ভোটে তমলুকে সিপিএমের প্রাপ্ত ভোটের প্রসঙ্গ টেনে আনলেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, মাত্র ২১ লাখের খেলা। ৫ পারসেন্ট যদি সনাতনীরা, ৫ পারসেন্ট...সিপিএম লড়ছে। পারছে না। ৮৪ হাজার ভোট সায়ন পেয়েছে। ৮৩ হাজার হিন্দু ভোট। ভোট দিতে যায় না। ৩০ পারসেন্ট হিন্দু, ৬৫ থেকে ৬৮ পারসেন্ট ভোট দিতে যায়। একটু দয়া করবেন। উল্টে দেব আমরা। শুধু বাড়ি থেকে বেরবেন। তারপর তো কী করতে হয় আপনারা জানেন। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল তৃণমূলে যোগ দেওয়ার পরে, এদিন হলদিয়ার মাটিতে প্রথম জনসভা করেন শুভেন্দু অধিকারী। আর এই জনসভা থেকেই তাপসী মণ্ডলকে খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তিনি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,'হলদিয়াতে অনেক লোক...ওদের যারা আছে, তারাই আমাকে ফোন করে বলছে, শুধু টিকিট দিতে দিন পিসিকে। আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা একটা ভূমিপুত্র বা ভূমিকন্যা দেবেন, আর কিছু লাগবে না, আপনারা একটা স্থানীয় প্রার্থী দিয়ে দেবেন, ওদের নেতারা বলছে সাইজ করব একদম। বলছে ও মানে তো কেউ নয়, শ্যামলা হচ্ছে আসল, শ্যামলাকে হাবলা করে দেব ২০২৬ সালে। দম যদি থাকে শ্যামলবাবু লড়ান একবার। আমি দায়িত্ব নিলাম, এখানকারই কোনও ভূমিপুত্র, ভূমিকন্যা দাঁড়াবে।' এদিন হলদিয়ার ক্ষুদিরাম স্কোয়ার থেকে হলদিয়া নিউমার্কেট পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
