Madan Mitra News: 'কামারহাটিতে অশান্তির চক্রান্ত বিরোধীদের', ফেসবুক লাইভে এই অভিযোগ মদন মিত্রের
তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের কথায়, সিপিএম-কংগ্রেস ও বিজেপি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফোন করে, তারা বলছে, আমরা মদন মিত্রর অফিস থেকে বলছি, আমাদের লোক দিন, মদন দা পাঠিয়েছে।
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: পুরভোটের আগে কামরহাটিকে অশান্ত করতে চক্রান্ত করছে বিরোধীরা। ফেসবুক লাইভে এই অভিযোগ করলেন মদন মিত্র। পাল্টা, তৃণমূল বিধায়ককে কটাক্ষ করেছে বিজেপি।
তৃণমূল কংগ্রেসের বিধায়ক মদন মিত্রের কথায়, সিপিএম-কংগ্রেস ও বিজেপি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ফোন করে, তারা বলছে, আমরা মদন মিত্রর অফিস থেকে বলছি, আমাদের লোক দিন, মদন দা পাঠিয়েছে। নির্দলদের বলছি, কামারহাটিতে থাকতে পারবেন না।
ফের ফেসবুক লাইভে বিস্ফোরক মদন মিত্র। পুরভোটে কামারহাটিকে অশান্ত করতে বিরোধীরা চক্রান্ত করছে বলে অভিযোগ তৃণমূল বিধায়কের। আগামী সপ্তাহে কামারহাটিতে প্রচারে আসবেন শুভেন্দু অধিকারী। তার আগে বিরোধী দলনেতাকেও হুঁশিয়ারি দিয়েছেন মদন মিত্র।
এ প্রসঙ্গে মদন মিত্র আরও বলেন, কারামহাটিতে এসে মদন মিত্র বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলেন, ওরা আবার বাজে কথা বলে না, বাজে কাণ্ড করে। ওটা দুয়ারে শুভেন্দু নয়, আপনার দল এমন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান চুরি করে।
মদন মিত্রেরর হুঁশিয়ারিতে জবাব বিজেপির। ব্যারাকপুরের বিজেপি সাংসদে অর্জুন সিংহের কথায়, ও মাতাল ও কি বলে কিছুই জানে না...ওর কথাকে ধরি না।ওই তো নির্দল নিয়ে এসব করছে। সব মিলিয়ে, পুরভোট যত এগিয়ে আসছে, কামারহাটিতে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ।
এর আগেও বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূল নেতা মদন মিত্র (TMC Leader Madan Mitra)। তাঁর অভিযোগ ছিল, তাঁর নাম করে অস্ত্র ও গুণ্ডা আনার (Arms and Miscreants) চেষ্টা হচ্ছে। কামারহাটির তৃণমূল বিধায়ক লিখেছিলেন, ‘ভাঙড়, ভোজেরহাট, হাড়োয়া, মিনাখাঁয় বলা হচ্ছে মদন মিত্র বিপদে। কী কী অস্ত্র আনতে হবে, কী অসুবিধে হচ্ছে বলে জানতে চাইছে। মদনদার জন্য যেতে হবে বলা হচ্ছে। কিন্তু এসব চলবে না। এই খেলা যারা খেলছে...তাদের বিরুদ্ধে কড়া মনোভাব দেখানোর কথাও বলেছেন মদন মিত্র। তিনি বলেছেন, ‘এখানে ২৭ তারিখ কোনও গুন্ডামি হবে না’।
তিনি অভিযোগ তোলেন, পুরভোটে অস্ত্র হাতে ভোট লুট করতে কোটি টাকা দিয়ে গুণ্ডা তোলার চেষ্টা হচ্ছে। কবে থেকে যেতে হবে, কী অস্ত্র নিতে হবে, এমন সব প্রশ্ন করে ফোন আসছে। তাদের জিজ্ঞেস করে জানতে পেরেছি যে, কেউ কেউ মদন মিত্রের লোক বলে পরিচয় দিয়ে বলছে, যে মদন মিত্র সংকটে রয়েছেন। তাই যেতে হবে। কিন্তু এ সব আদৌ বরদাস্ত করা হবে না।
মদন মিত্র বলেন, ‘ভোট লুঠ করতে চাইলে গণ্ডারের চামড়াও থাকবে না। আমার সামনে তৃণমূলের বাক্সে ছাপ্পা মারবে, এটা চলবে না’।
তিনি বলেছেন, ২৭ তারিখ ভোটের দিন কোনও গুণ্ডামি হবে না। পুলিশ না পারে আমরা পুলিশকে কিছুটা সাহায্য করে দেব। কিছু না পারি ধরে পুলিশের হাতে তুলে তো দিতে পারি।
মদন মিত্রর এই দাবি প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, পুরো বিষয়টি নিয়ে কথা বলে দেখবেন। তিনি বলেছেন, মদন মিত্র বলেছেন, প্রার্থীদের বিরুদ্ধে কেউ লড়তে এলে দেখবে। এটা ঠিক কথাই বলছে। বাদবাকি যে কথা বলছে, তা কতটা সত্যি, কতটা মিথ্যে তা কথা বলে জেনে নেব।