Madan Mitra On Social Media: আপাতত আর সোশাল মিডিয়ায় থাকছেন না, কারণও জানালেন মদন মিত্র
Madan Mitra On Social Media: কেন ছাড়ছেন সোশাল মিডিয়া? এর কারণ নিজস্ব স্টাইলেই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ‘বেশি ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ’।
কলকাতা: আপাতত আর সোশাল মিডিয়ায় (Social Media) থাকছেন না তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)! নিজেই এ কথা জানালেন মদন মিত্র। আগামী ৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম (Facebook-Instagram) ছাড়ার কথা ঘোষণা করলেন তিনি। কেন ছাড়ছেন সোশাল মিডিয়া? এর কারণ নিজস্ব স্টাইলেই দিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, ‘বেশি ফেসবুক করলে, ফেসবুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে বলে নির্দেশ’। মদন মিত্র বলেছেন, ‘অন্য কোনও কারণ নয়, দলের নির্দেশেই সোশাল মিডিয়া-ত্যাগের সিদ্ধান্ত।’
সোশাল মিডিয়া-ত্যাগ নিয়ে এদিন ঘোষণা করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তিনি বলেছেন, 'আমার বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি। সোশাল মিডিয়ায় কোনও সমস্যার মুখে পড়তে হয়নি। তবে কোথাও থেকে নির্দেশ এসেছে, মদন তুমি ফেসবুক ছেড়ে দাও। বেশি সোশাল মিডিয়া করলে তোমার ফেসলুকের গ্ল্যামার নষ্ট হয়ে যাবে। তৃণমূল কংগ্রেসই আমার কাছে সব। দলের জন্যই আমার ফেসবুক, ইনস্টা লোকে দেখে। মদন মিত্র বলেও দেখে না, এমএল বলেও দেখে না। তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীর মতো আমার কথা শোনে। মদন মিত্র এখন আর ফেসবুক, ইনস্টাগ্রাম করবে না। তবে কোনও প্রোগ্রাম, আন্দোলন, তৃণমূলের কোনও প্রচার হলে, আমার ডিজিটাল টিম প্রচার করবে। এর বাইরে সোশাল মিডিয়ায় সক্রিয় দেখা যাবে না। দল যেভাবে নির্দেশ দেবে, সেভাবে চলব'।
কয়েকদিন আগে দলের শৃঙ্খলারক্ষা সংক্রান্ত বিষয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যকে কটাক্ষ করে বিতর্ক জড়িয়েছিলেন মদন মিত্র। তৃণমূল নেতাদের বার্তা দিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে, কিছু বলার থাকলে দলের ভেতরে বলতে হবে। পার্থর এই বার্তা সম্পর্কে মদন বলেছিলেন, উনি বললেন দলের ভিতরে বলতে হবে। কিন্তু, কাকে বলব? কোথায় বলব? কোথায় পাওয়া যাবে?
কল্যাণ-কুণাল বাগযুদ্ধের আবহে, তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায়, সবপক্ষকে বাইরে মুখ না খোলার বার্তা দেন। তা নিয়ে পরপর দু’দিন কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। এরপর আবার মদন মিত্র ফেসবুক লাইভে কী বলবেন, তা নিয়েই বিভিন্ন মহলে জল্পনা ছড়ায়।কিন্তু, সব জল্পনায় জল ঢেলে সন্ধির বার্তা শোনা গিয়েছিল কামারহাটির কালারফুল বিধায়কের গলায়। ফেসবুক লাইভে এসে সংঘাতে ইতি টেনেছিলেন মদন মিত্র। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে বন্ধু বলে সম্বোধন করেন মদন মিত্র। বললেন, ভুল করে থাকলে, তিনি ক্ষমাপ্রার্থী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে মদন মন্তব্য করেছিলেন, শ্রীরামপুরের তৃণমূল সাংসদ ভুল করলে, তাঁর বলার অধিকার আছে। তখনই প্রশ্ন উঠেছিল, দলের কড়া বার্তার জেরেই কি মদন মিত্রর সুর নরম?
এরপর এদিন কয়েক মাসের জন্য সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার কথা জানালেন তিনি।