Madan Mitra : পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না, এগরাকাণ্ডে বিস্ফোরক মদন
' কী করছে আমাদের ইনটেলিজেন্স?' গোটা ঘটনাকে অন্তর্ঘাত বলেও দাবি করেছেন Madan Mitra
![Madan Mitra : পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না, এগরাকাণ্ডে বিস্ফোরক মদন TMC MLA Madan Mitra Questions Role Of Police in Egra Case Madan Mitra : পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না, এগরাকাণ্ডে বিস্ফোরক মদন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/18/ec497716d44256bf710dc17a0e8110d4168438319726253_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, কলকাতা : পুলিশ বেইমানি করেছে, নাহলে এরকম হয়। এগরার ( Egra ) বিস্ফোরণ নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য় করলেন তৃণমূল বিধায়ক ( TMC MLA ) মদন মিত্র ( Madan Mitra ) । গোটা ঘটনাকে অন্তর্ঘাত বলেও দাবি করেছেন তিনি।এগরা বিস্ফোরণকাণ্ডে যখন তৃণমূলের সঙ্গে পুলিশকেও একযোগে বিঁধছে বিজেপি, তখন ইঙ্গিতপূর্ণভাবে খোদ শাসক নেতার নিশানাতেও সেই পুলিশই!
'কী করছে আমাদের ইনটেলিজেন্স?'
তৃণমূল বিধায়ক মদন মিত্র করলেন এক বিস্ফোরক মন্তব্য। বললেন, 'পুলিশের একাংশ যদি চুকলি না করে, যদি বেইমানি না করে, তাহলে কোনও গণতান্ত্রিক সরকারের এমনটা হতে পারে না। কী করছে আমাদের ইনটেলিজেন্স?'
'পুলিশের একাংশ বেইমানি না করলে এমনটা হতে পারে না। তৃণমূল নেতাদের দেখলে ওদের মুখ এখন বেঁকে যাচ্ছে।
পুলিশের বডি ল্য়াঙ্গোয়েজ বদলে যাচ্ছে।' এগরা বিস্ফোরণকাণ্ড নিয়ে তৃণমূল সরকারের পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন শাসক দলের বিধায়ক মদন মিত্র।
এখানেই থামেননি তিনি। বলেন, 'পুলিশের যদি একাংশের সাপোর্ট না থাকে, তবে এসব কোনও ঘটনা ঘটতে পারে না। ঘটনা ঘটানোর আগেই পুলিশ রিপোট নিয়ে অ্য়ারেস্ট করতে পারে।'
' ২০০৫ থেকে গোটা মেদিনীপুর শুভেন্দু শিশির দেখছে'
এ যেন উলটপুরাণ, তৃণমূল সরকারের পুলিশের বিরুদ্ধে সরব তৃণমূলেরই বিধায়ক! এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রশ্ন, 'বিজেপি পুলিশের অ্য়াজেন্ডা তৈরি করে দিচ্ছে? উনি তো মমতার ডিপার্টমেন্টের বিরুদ্ধে কথা বলছেন। এর উত্তর মমতাই দিতে পারবেন।'
মদন মিত্র আবার প্রশ্ন তুললেন, 'বলছে ওর লাইসেন্স নেই। লাইসেন্স ছা়ড়া বাজি কারখানা চলে কীকরে? এর উত্তর আমি দেব না শুভেন্দু দেবে? ২০০৫ থেকে গোটা মেদিনীপুর শুভেন্দু শিশির দেখছে।'
আরও পড়ুন :
হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !
৮টা প্রাণ চলে যাওয়ার পর, এখন বিস্ফোরণের দায় কার, তা নিয়েই ব্য়স্ত রাজনীতিবিদরা। এই অবস্থায় তাঁদের পাশে থাকার বার্তা দিতে আজ খাদিকুলে যাচ্ছেন দিলীপ ঘোষ। সকালে গ্রামে যায় বিজেপির প্রতিনিধিদল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন কাঁথি উত্তরের বিধায়ক সুমিতা সিংহ। সঙ্গে ছিলেন বিজেপির জেলা নেতারা। গতকাল খাদিকুলে যান শুভেন্দু অধিকারী। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে তোপ দাগেন বিরোধী দলনেতা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)