Sukhendu Sekhar Roy: 'পড়ল মিডল স্ট্যাম্প, এবার কী?' TMC সাংসদের পোস্টে কী ইঙ্গিত?
RG Kar Incident: আরজি কর কাণ্ডের আবহে এর আগেও X হ্যান্ডেলে একাধিক এমন পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়।
কলকাতা: ফের X হ্যান্ডেলে পোস্ট বর্ষীয়ান তৃণমূল সাংসদের। 'পড়ল মিডল স্ট্যাম্প, এবার কী?' সন্দীপ ঘোষের গ্রেফতারি পরেই এই পোস্ট সুখেন্দুশেখর রায়ের। সিবিআইয়ের হাতে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেফতারের পরেই X হ্য়ান্ডেলে এই পোস্ট করেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তাহলে কি আরজি কর কাণ্ডের মামলার একটিতে সন্দীপ ঘোষের গ্রেফতারির সঙ্গে এই পোস্টের কোনও যোগসূত্র রয়েছে? তৃণমূল সাংসদের নিশানায় কে বা কারা?
আরজি কর কাণ্ডের আবহে এর আগেও X হ্যান্ডেলে একাধিক এমন পোস্ট করেছেন সুখেন্দুশেখর রায়। গতকালই একটি পোস্ট করেন সুখেন্দুশেখর রায়। বাস্তিল দূর্গ পতনের প্রতীকী ছবি পোস্ট করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। জুলাই মাসে বাস্তিল দূর্গ পতন হলেও, সেপ্টেম্বর মাসে কেন সেই প্রসঙ্গ মনে করালেন তৃণমূল সাংসদ, কীসের দিকে ইঙ্গিত করলেন? উঠেছিল প্রশ্ন।
আরজি কর কাণ্ডে বারবার দলের সঙ্গে সুখেন্দুশেখর রায়ের দূরত্ব দেখা গিয়েছে। এর আগে ১৪ অগাস্টের রাতে মেয়েদের রাত দখলের ডাককে সমর্থন জানিয়েছিলেন তিনি। বাড়ির সামনেই মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন তিনি। তারপরে X হ্যান্ডেলে একটি পোস্ট করেছিলেন। সেখানে আরজি কর কাণ্ডের তদন্তে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সিবিআই হেফাজতে নিয়ে জেরা করুক, সেই দাবি তুলেছিলেন তৃণমূলের এই বর্ষীয়ান সাংসদ। পাশাপাশি স্নিফার ডগ নিয়ে একটি পোস্টও করেছিলেন। তারপরেই তাঁকে তলব করেছিল কলকাতা পুলিশ, পুলিশের দাবি ছিল স্লিফার ডগ নিয়ে ভুল তথ্য দিয়েছেন সাংসদ। সেই আবহে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে পোস্ট ডিলিট করে দিয়েছিলেন সুখেন্দুশেখর রায়। দলের একাংশের তোপের মুখেও পড়েছিলেন তাঁর অবস্থানের জন্য। যদিও নিজের অবস্থান থেকে যে তিনি সরবেন না, তা স্পষ্ট করে দিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, 'আমি তো একটা অসামাজিক জীব নই, যে সমাজে একটা ঘটনা ঘটবে, আর আমি দেখেও চোখ বন্ধ করে থাকব, অন্ধ হলে কি প্রলয় বন্ধ করা যায় নাকি ?'
তারপর থেকে প্রায়শই সুখেন্দুশেখর রায়কে X হ্যান্ডেলে নানা পোস্ট করতে দেখা গিয়েছে। কোনও অর্থ বইছে কি সেই পোস্টগুলি? ওই তালিকায় নয়া সংযোজন মিডল স্ট্যাম্প ওড়ানোর ছবি দেওয়া পোস্ট।
আরও পড়ুন: CBI-এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, কী বললেন নির্যাতিতার বাবা ?