Rachana Banerjee: প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন রচনা, বলেন 'এত ভাল ঘুগনি আমার বাড়িতেও হয় না'!
Rachana Banerjee Campaigns: আজ পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: মন্তব্য-পাল্টা মন্তব্যে জমে উঠেছে হুগলি (Hooghly) লোকসভা কেন্দ্র। তবে শুধু বাগযুদ্ধেই নয়, প্রচারের অভিনবত্বেও নজর কাড়ছেন দুই একদা সতীর্থ। বৃহস্পতিবার প্রচারে বেরিয়ে ঘুগনি খেয়ে জনসংযোগ করলেন হুগলির তৃণমূল (TMC) প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)।
এদিন শুধু তাই নয়, প্রচারে বেরিয়ে ঘুগনি খেলেন খাওয়ালেন রচনা,। বললেন এখানকার দইও ভালো ঘুগনিও ভালো। চুঁচুড়ার জটেলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে পুজো দিয়ে আজকের প্রচার শুরু করেন তিনি। আজ পান্ডুয়ার শিখিরা চাপতা পঞ্চায়েতের বেলে গ্রামে ভোট প্রচারে যান রচনা বন্দ্যোপাধ্যায়।
সেখানে রাস্তার পাশে গরম ঘুগনি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েন। নিজে ঘুগনি খান দলীয় কর্মীদেরও খাওয়ান।এরপর মাঠে আলু তোলা হচ্ছে দেখে জমিতে নেমে পরেন। ক্ষেত মজুরদের সঙ্গে বসে গল্প করেন। পরে হুডখোলা গাড়িতে গ্রামে প্রচার করেন।
এদিকে, রচনার 'দিদি নং ওয়ান' নিয়ে বলা মন্তব্যর পাল্টা আক্রমণও করেছিলেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে এসেছেন হেরে গিয়ে আবার দিদি নম্বর ওয়ানে চলে যাবেন। উনি রাজনীতিতে একেবারেই অনভিজ্ঞ। এদিন এই প্রসঙ্গেই রচনা বলেন, আমি ছুটি নিয়ে আসিনি। আমি ওর মত নই ও তো ছুটি নিয়ে এসেছিল পাঁচ বছর আগে। আমি রাজনীতিতে নতুন। কিন্তু কাজ যা করব মন থেকে করব তো! আর মন থেকে যেটা করা যায় সেখানে জয়ী হওয়া যায়।'
আরও পড়ুন, শোকজের পরও বেলাগাম দিলীপ, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' সম্বোধন!
প্রসঙ্গত, দিন কয়েক আগে সিঙ্গুরে তৃণমূল কর্মীর বাড়িতে দই খেয়ে রচনা বলেছিলেন টক দইটা তো অসাধারণ, আমাদের বাড়িতে তো এরকম দই হয় না কলকাতায়। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে, গরু তো শাকপাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বের হচ্ছে সেটা এত ভাল যে দইটা এত ভাল। আর আজ ঘুগনি খেয়ে বলেন, খুব ভালো ঘুগনি। আমার বাড়ির থেকেও ভালো। এখানে সবই ভালো ঘুগনিও ভালো। আমি তো শুধু খাওয়ার মধ্যেই আছি। নিজে খাচ্ছি অন্যদেরও খাওয়াচ্ছি।