Train Update: হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল
ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে রেল সূত্রে খবর।
![Train Update: হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল To decrease pressure from Howrah Station 8 trains are being transferred to Shalimar Station Train Update: হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/23/02f7f163b1b8d9df7c68d49248442874_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : হাওড়া স্টেশনের ওপর চাপ কমাতে এবার ৮টি ট্রেনকে শালিমারে সরানোর পরিকল্পনা নিল রেল। ভবিষ্যতে আরও কয়েকটি ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশনে সরানো হতে পারে বলে রেল সূত্রে খবর। হাওড়া স্টেশন থেকে ৮টি স্পেশাল ট্রেন সরানো হচ্ছে শালিমার স্টেশনে। আগামী নভেম্বর ও জানুয়ারি থেকে পাকাপাকিভাবে ৮টি ট্রেন শালিমার থেকে ছাড়বে। হাওড়া স্টেশনের ওপর ট্রেনের চাপ কমাতেই এই সিদ্ধান্ত রেলের। হাওড়া স্টেশনে প্ল্যাটফর্মের সংখ্যা কম। সেই তুলনায় ট্রেনের সংখ্যা অনেক বেশি। এর জেরে বহু ট্রেনকে হাওড়া স্টেশনে ঢোকার আগে বিভিন্ন জায়গায় দাঁড়াতে হয়। এই পরিস্থিতিতে হাওড়া স্টেশন থেকে ৮টি ট্রেনকে শালিমার স্টেশনে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ।
রেল সূত্রে খবর, আপাতত যে ৮টি ট্রেনকে হাওড়া থেকে শালিমারে সরানো হচ্ছে সেগুলি হল,
- হাওড়া লোকমান্য তিলক স্পেশাল ট্রেন। শালিমার থেকে ছাড়বে ৪ নভেম্বর থেকে।
- ১৫ জানুয়ারি থেকে শালিমার স্টেশন থেকে ছাড়বে হাওড়া-পোরবন্দর স্পেশাল ট্রেন।
- হাওড়া-ওখা স্পেশাল ট্রেন শালিমারে সরছে ১৮ জানুয়ারি থেকে।
- ২ জানুয়ারি থেকে শালিমার থেকে ছাড়বে হাওড়া-হায়দরাবাদ স্পেশাল।
- হাওড়া ভাস্কো ডা গামা স্পেশাল ছাড়বে ১ জানুয়ারি থেকে।
- ১৪ জানুয়ারি থেকে ছাড়বে হাওড়া-চেন্নাই স্পেশাল।
- হাওড়া-পুরী স্পেশাল ২টি ট্রেন শালিমার থেকে ছাড়বে যথাক্রমে ১৪ ও ১৫ জানুয়ারি থেকে।
এদিকে, রেল সূত্রে খবর, ধাপে ধাপে আরও কিছু ট্রেনকে হাওড়া থেকে শালিমার ও সাঁতরাগাছিতে সরানো হতে পারে। হাওড়া স্টেশনের ওপর থেকে চাপ কমানোর জন্য যে পদক্ষেপের পথে এগোচ্ছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন-বৃহস্পতিবার পর্যন্ত বাতিল ৩৮ জোড়া ট্রেন, ঘোরানো হচ্ছে রাজধানী-সহ ২০টি ট্রেনের যাত্রাপথ
আরও পড়ুন- ‘শিয়ালদাগামী কোনও ট্রেন দাঁড়াবে না বিধাননগর স্টেশনে’, সিদ্ধান্ত পূর্ব রেলের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)