Top News: 'ডিপ্লোমা ডাক্তারে' না রাজ্য়েরই বিশেষজ্ঞ কমিটির, হঠাৎ ঝড়ে লন্ডভন্ড তিলোত্তমা, মমতার জোট-শর্ত
Top News at 9 AM:চোখ বুলিয়ে নিন সকালের বাছাই করা শিরোনামগুলিতে।
কলকাতা: একঝলকে রাজ্য ও দেশের গুরুত্বপূর্ণ খবর।
প্রকৃতির রুদ্র রূপ
হঠাৎ ঝড়ে লন্ডভন্ড দক্ষিণবঙ্গের একাংশ। মৃত্যু হয়েছে ছ'জনের। একাধিক জায়গায় গাছ পড়ে বেশ কয়েকজন আহত হল। ভিক্টোরিয়ার সামনে গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। দুর্যোগের জেরে ভাতারে থমকে গেল অভিষেকের কনভয়। মঙ্গলকোটের সভা, আউশগ্রামের রোড শো বাতিল করে দিতে হয়। হাওড়া-শিয়ালদা দুই সেকশনেই ব্য়াহত হল ট্রেন চলাচল।
'ডিপ্লোমা' ডাক্তারে 'না' কমিটির
ডিপ্লোমা কোর্সে ডাক্তার তৈরি করা সম্ভব নয়। ৩ বছরের কোর্সে চিকিৎসকের সহায়ক তৈরি করা যেতে পারে। প্রথম দিনের বৈঠকে মত রাজ্যেরই বিশেষজ্ঞ কমিটির।
'কোন আইনে বিজ্ঞপ্তি?'
মহার্ঘ ভাতার দাবিতে বন্ধ, সামিল হলে কর্মজীবনে ছেদের সরকারি বিজ্ঞপ্তি নিয়েই প্রশ্ন হাইকোর্টের। মামলাকারী শিক্ষকের বদলির নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মহার্ঘ ভাতা দিলেই তো আর ঝামেলা হয় না। বদলির নির্দেশের মামলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। শোকজের সঙ্গে বদলির নোটিস সম্পর্কযুক্ত বলে মন্তব্য।
চাকরি বাতিল চ্যালেঞ্জ
প্রাথমিকে ৩৬ হাজার প্রশিক্ষণহীনের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ পর্ষদ। পাল্টা মামলার প্রস্তুতি বঞ্চিত চাকরিপ্রার্থীদেরও। নিয়োগে অনিয়ম, ৩৬ হাজার চাকরিচ্যুতদের জন্য ডিএ আন্দোলনকারীদেরই দায়ী করলেন মুখ্যমন্ত্রী। চাকরি গিয়েছে তো আপনারই জন্য, পাল্টা অধীর।
ফের প্রশ্নে সিবিআই
এজলাস বদলের সঙ্গে জিজ্ঞাসাবাদের কী সম্পর্ক? অভিষেক-কুন্তল মামলায় সিবিআইকে প্রশ্ন হাইকোর্টের। দিলেন না কোনও স্থগিতাদেশ। আজ ফের শুনানি।
নিয়োগে মুখ্যমন্ত্রীর প্রতিনিধি
রাজ্যে উপাচার্য নিয়োগে এবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি। বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিই বাদ! ৫ সদস্যের কমিটিতে উচ্চ শিক্ষা দফতর, সংসদের প্রতিনিধি। এল অর্ডিন্যান্স।
মমতার জোট-শর্ত
অন্য রাজ্যে সমর্থন করলে, এরাজ্যে চলবে না বিরোধিতা। জোট নিয়ে কংগ্রেসকে কার্যত শর্ত মমতার। বিজেপির হারে পাগলের প্রলাপ, পাল্টা অধীর।
কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে?
বিজেপিকে ধরাশায়ী করার পরে এবার কর্ণাটকের কুর্সিতে কে? মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সিদ্দারামাইয়া। ডেপুটি সিএম হতে পারেন ডি কে শিবকুমার।
রিপোর্ট তলব সরকারের
নেই টাকা, মেলেনি শববাহী গাড়ি। ব্যাগে সন্তানের মৃতদেহ নিয়ে ২০০ কিলোমিটার পাড়ি অসহায় বাবার!সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার, তাও মেলেনি সাহায্য! রিপোর্ট তলব করল স্বাস্থ্য দফতর।
উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ
আগামী ২৪ মে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিন পরে রেজাল্ট। বেলা সাড়ে বারোটা থেকে ওয়েবসাইটে ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছবে মার্কশিট।