TMC Viral Video: পুলিশকে '২ টাকার চাকর' বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! ভিডিও ভাইরাল
Trinamool MLA: গত রবিবার উস্তিতে, একটি পারিবারিক খুনের ঘটনায়, জয়ন্ত চৌধুরী নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘটনার অপপ্রচারের অভিযোগ ছিল।
হিন্দোল দে, কলকাতা: এবার তৃণমূল বিধায়কের মন্তব্য কোপে পুলিশ। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে। ২ টাকার চাকর বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! সম্প্রতি ভাইরাল হয়েছে এই ভিডিও।
যেখানে দেখা যাচ্ছে, উস্তি থানার সিঁড়িতে বসে পুলিশকর্মী-আধিকারিকদের উদ্দেশ্যে হুমকি, হুঁশিয়ারির পাশাপাশি কটূক্তি করছেন মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। কিন্তু কী কারণে এই হুমকি-গালিগালাজ?
গত রবিবার উস্তিতে, একটি পারিবারিক খুনের ঘটনায়, জয়ন্ত চৌধুরী নামে স্থানীয় এক তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ঘটনার অপপ্রচারের অভিযোগ ছিল। ওই তৃণমূল কর্মী, তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁকে আটকের পরই, বিধায়ক থানায় গিয়ে পুলিশকে হুমকি দেন বলে দাবি।
আরও পড়ুন, 'দখল করে রয়েছেন', জমি বিতর্কে অমর্ত্য সেনকে চিঠি বিশ্বভারতীর
ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়কের হুমকির প্রতিবাদ করছেন এসডিপিও ডায়মন্ডহারবার। তাঁর সামনেই হুমকি দিয়ে চলেছেন বিধায়ক। এদিকে, এই আবহে ভাইরাল হয়েছে আরেকটি ভিডিও। যেখানে ওই তৃণমূল কর্মীর দাবি, তিনি গোটা ঘটনাই ঘটিয়েছেন বিধায়কের নির্দেশে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনা প্রশাসন ও তৃণমূলের উচ্চস্তরে জানানো হয়েছে।
যদিও এই বিষয়ে মন্তব্য করতে চাননি তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা।
এটাই ডায়মন্ড মডেল, থানায় ঢুকে ডায়মন্ড হারবারের এসডিপিও-কে তৃণমূল বিধায়কের হুমকি প্রসঙ্গে মন্তব্য রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যর।
বিধায়ক গিয়াসুদ্দিন মোল্লার এই ধরনের মন্তব্য দল সমর্থন করে না, প্রতিক্রিয়া কুণাল ঘোষের।