Raju Jha Murder: রেইকি করে এক গ্যাং,অন্য গ্যাং-এর দায়িত্বে অপারেশন? রাজুর গতিবিধির খবর দিল কে?
Raju Murder Case:সূত্রের খবর, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।
রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা: কয়লা মাফিয়া রাজু ঝা খুনের (Raju Jha Murder) তদন্তে উঠে এল আরও একটি চাঞ্চল্যকর দিক। হাজারিবাগের জেলবন্দি শার্পশ্যুটাররা খুনের পিছনে রয়েছে? এমনই জল্পনা জোরালো হচ্ছে। দিনকয়েক আগে হাজারিবাগ জেলে ঢোকার রাস্তা ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. গোয়েন্দাদের সন্দেহ, খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ২টো গ্যাং। এবিপি আনন্দের এক্সক্লুসিভ রিপোর্ট।
দিনকয়েক আগে, কয়লামাফিয়া রাজু ঝা খুনের তদন্তে হাজারিবাগ জেলের প্রবেশপথ ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. তারপরই এই জল্পনা জোরাল হচ্ছে। আবেদন মঞ্জুরও করেছে বর্ধমানের সিজিএম আদালত। পয়লা এপ্রিল, শক্তিগড়ে ভরসন্ধেয় রাজু ঝার হত্য়ারহস্য সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা যায়। সূত্রের খবর, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।
আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছে রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপে শক্তিগড়ে আসে সুপারি কিলাররা।
পিছনে ২ গ্যাং?
গোয়েন্দাদের সন্দেহ, খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ২টো গ্যাং। প্রথম গ্যাং গাড়ি চুরি থেকে রেইকি- যাবতীয় প্রস্তুতির কাজ করেছে। তারপর অপারেশন করে দ্বিতীয় গ্য়াং। পুলিশ সূত্রে খবর, হাইওয়ে থেকে পাওয়া বিভিন্ন সিসিটিভি ফুটেজের সূত্রে জানা গিয়েছে, নীল ব্যালেনো ছাড়াও ব্য়াকআপ হিসেবে আততায়ীদের একটি ব্রেজা গাড়ি ছিল। পুলিশের দাবি, ব্যাকআপ গাড়ি-সহ কিলারদের ব্য়ালেনো রাজু-লতিফদের ফরচুনারের আগে আগেই চলছিল। শক্তিগড়ে খুন করে পালসিট টোল প্লাজার দিকে না গিয়ে বিকল্প রাস্তা ধরে আততায়ীরা। তারপর শক্তিগড় থানার সামনে ব্য়ালেনো গাড়ি রেখে ব্রেজায় চড়ে চম্পট দেয় আততায়ীরা? গোয়েন্দাদের অনুমান, ফের কি ধানবাদ, দুমকা, হাজারিবাগের দিকে চলে যায় তারা?
খবর দিল কে?
নিখুঁত ছকে বাঁধা অপারেশন! এখানেই প্রশ্ন উঠছে, গোটা এই অপারেশনের 'টিপার' কে? রাজু ঝা যে পয়লা এপ্রিল ওই পথে, ওই সময় কলকাতা যাবেন কিলার গ্য়াং জানল কী করে? তাহলে কি রাজু ঝা-র বিশ্বস্তদের মধ্যেই কি কেউ খবর দিয়েছিলেন? পুলিশ সূত্রে খবর, ৩১ মার্চ নিজের হোটেল ফরচুনে একটি পার্টি দেন রাজু ঝা। সেখানে ঘনিষ্ঠদের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। পার্টিতে ছিলেন সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়ও। প্রশ্ন অনেক। উত্তর মিলবে কবে? নাকি কয়লার কালো অন্ধকারেই মিশে যাবে কয়লা মাফিয়ার হত্যা রহস্য।