Vidyasagar University controversy : বিপ্লবীদের ‘সন্ত্রাসবাদী’ আখ্যা বিতর্কের মাঝেই আবার গোলমাল! বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাই হয়ে গেল বাতিল
Vidyasagar University : শুক্রবার পরীক্ষা হওয়ার পর, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটির তরফে জানানো হয় ....

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্রে 'সন্ত্রাসবাদী বিপ্লবী' বিতর্কের পর ফের বিতর্কে বিশ্ববিদ্যালয়। এবার বাতিল হয়ে গেল ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। এই পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হয়।
সূত্রের খবর, শুক্রবার পরীক্ষা হওয়ার পর, পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেয় বিশ্ববিদ্যালয়। গোটা ঘটনায় চরম হয়রানি হয় পরীক্ষার্থীদের।
সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল বলে জানায় বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার আরও একটি বিতর্কের কারণে শিরোনামে ছিল এই বিশ্ববিদ্যালয়। ইতিহাসের প্রশ্নপত্রে, ১৯৩১ থেকে ১৯৩৩, ৩ বছরে মেদিনীপুরে ৩ জন ম্যাজিস্ট্রেটকে হত্যা করা বিপ্লবীদেরই উল্লেখ করা হয় সন্ত্রাসবাদী বলে। এ নিয়ে সমালোচনা শুরু হতেই দুঃখপ্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে। যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে রাজনীতির তরজা। তারই মধ্যে এবার বিতর্ক পলিটিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র নিয়ে।
শুক্রবার সকালে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছিল ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। ওমেন পাওয়ার অ্যান্ড পলিটিক্স বিষয়ে ক বিভাগে ১০টি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। যেখানে ৬ নম্বর প্রশ্ন ছিল- নাগরিক কে?
তার পরের প্রশ্নে, নাগরিকতা অর্জনের উপায়গুলি উল্লেখ করতে বলা হয়। ৯ নম্বর প্রশ্ন ছিল, বিশ্ব নাগরিকের ধারণা কী? ১০ নম্বরে জানতে চাওয়া হয়, মার্শালের মতে নাগরিকের তিনটি উপাদান কী কী? ১২ নম্বর প্রশ্ন ছিল, অবৈধ অভিবাসী কারা? ১৫ নম্বর প্রশ্নটিও সিলেবাস বহির্ভূত বলে অভিযোগ। পরীক্ষা শেষ হওয়ার পরই ক্ষোভে ফেটে পড়েন পরীক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, ক বিভাগের ১৫টি প্রশ্নের মধ্যে এই ৬টিই সিলেবাস বহির্ভূত।
শুধু তাই নয়, খ ও গ বিভাগেও সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন এসেছে বলে অভিযোগ। বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকরা সিলেবাস বহির্ভূত প্রশ্নের বিষয়টি স্বীকার করলেও ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি। তবে বিষয়টি নিয়ে হইচই শুরু হতেই অভিযোগে কার্যত সিলমোহর দিয়ে পরীক্ষা বাতিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলেবাস বহির্ভূত প্রশ্নের উল্লেখ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিপ্লব চক্রবর্তী কলেজগুলিকে পাঠানো বিজ্ঞপ্তিতে লিখেছেন, অনিবার্য পরিস্থিতির কারণে ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা বাতিল করা হচ্ছে। ওই পরীক্ষা হবে আগামী ১৫ তারিখ সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত।
গত বুধবারই স্নাতক স্তরে ষষ্ঠ সিমেস্টারের ইতিহাসের পরীক্ষা ঘিরে বিতর্ক দানা বাঁধে। প্রশ্নপত্রে লেখা হয়, মেদিনীপুরের তিনজন জেলা মেজিস্ট্রেটের নাম কর যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। দেশের স্বাধীনতা আন্দোলনে প্রাণ বাজি রেখেছিলেন বঙ্গের যে বীর সন্তানরা, তাঁদেরকেই ‘সন্ত্রাসবাদী’ তকমা দেওয়ায় শোরগোল শুরু হয়! পদ থেকে সরিয়ে দেওয়া হয় ইউজি বোর্ড অফ স্টাডিসের চেয়ারম্যান ও মডারেশন কমিটির এক সদস্যকে। সেই বিতর্কের ২ দিনের মধ্যেই ফের প্রশ্ন বিভ্রাট বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে।






















