Anubrata Mondal: আর বীরভূমের জেলা সভাপতি নন অনুব্রত ! জেলায় কোর কমিটিতেই আস্থা তৃণমূলের
TMC: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় নেতৃত্বে তৃণমূলে রদবদল করা হল। বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস।

কলকাতা: ২০২৬-এর বিধানসভা ভোটের (WB Assembly Election 2026) আগে তৃণমূলে ব্যাপক রদবদল। আর বীরভূমের জেলা সভাপতি নন কেষ্ট। বাঁকুড়া, তমলুক থেকে মালদা, উত্তর দিনাজপুরেও জেলা সভাপতি পদে বদল। উত্তর কলকাতার জেলা সভাপতির পদ থেকে সরিয়ে সুদীপ এবার শুধুই চেয়ারম্যান। দায়িত্বে ৯ সদস্যের কোর কমিটি। মালদা জেলা চেয়ারম্যান দুলাল-পত্নী চৈতালি।
কোর কমিটিতেই আস্থা তৃণমূলের: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে জেলায় জেলায় নেতৃত্বে তৃণমূলে রদবদল করা হল। বীরভূমের জেলা সভাপতি পদ শূন্য রেখে কোর কমিটিতেই আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। চেয়ারম্যান রইলেন আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূমে ৯জনের কোর কমিটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। জেলা সভাপতি পদ থেকে সরানোর কোনও নির্দেশ আসেনি বলে দাবি করেছেন কেষ্ট। অন্যদিকে উত্তর কলকাতার জেলা সভাপতি আর নন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। উত্তর কলকাতার জেলা চেয়ারম্যান সুদীপ। গঠন করা হয়েছে ৯ সদস্যের কোর কমিটি।
বারাসাত সাংগঠনিক জেলায় সভাপতি, চেয়ারম্যান কে? ঠিক হল না এখনও। বাঁকুড়ার জেলা সভাপতির পদ থেকে সরানো হল সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি হলেন তারাশঙ্কর রায়। তমলুক সাংগঠনিক জেলাতেও রদবদল করা হয়েছে। জেলা সভাপতি বদল হয়েছে সেখানেও। দার্জিলিং সমতলে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল পাপিয়া ঘোষকে। উঃ দিনাজপুর চেয়ারম্যান করা হলো চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে। মালদায় জেলার চেয়ারম্যান করা হল নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। মুর্শিদাবাদ-বহরমপুর জেলার চেয়ারম্যান পদে রবিউলকে সরিয়ে এলেন নিয়ামত শেখ। দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি হলেন সাংসদ পার্থ ভৌমিক। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান হলেন সাংসদ মমতা ঠাকুর। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি হলেন অজিত মাইতি।






















