WB HS Results 2023: কলকাতা পিছিয়েই, ফের জেলারই জয়জয়কার, উচ্চমাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা দেখে নিন
West Bengal HS Results 2023: প্রকাশিত হল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। মেধাতালিকায় জায়গা পেয়েছেন ৮৭ জন।
কলকাতা: সব অপেক্ষার অবসান। প্রকাশিত হল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB HS Results 2023)। বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেখানেই প্রকাশ করা হল এক থেকে দশের মেধাতালিকাও। তালিকায় দাপট দেখালেন কারা, দেখে নিন একনজরে। (West Bengal HS Results 2023)
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত মেধা তালিকা অনুযায়ী, প্রথম দশে রয়েছেন ৮৭ জন পড়ুয়া। এ বারের মেধাতালিকায় কলকাতার প্রতিনিধি মাত্র তিন জন। সব থেকে বেশি পড়ুয়া রয়েছে হুগলির, ১৮ জন।
তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ১২ জন। তালিকায় দাপট, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়েরও। মেধা তালিকায় প্রথম দশে রয়েছেন এই আবাসিক স্কুলের ন'জন পড়ুয়া।
এর মধ্যে একক ভাবে প্রথম হয়েছেন একজন পড়ুয়াই। উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ নম্বর পেয়েছেন।
উচ্চমাধ্যমিকে যুগ্ম ভাবে দ্বিতীয় হয়েছেন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের রামকৃষ্ণপুর প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল হাইস্কুলের আবু সামা। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৫। শতাংশের হারে ৯৯ শতাংশ পেয়েছেন।
উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। তমলুকের হ্যামিলটন হাইস্কুলের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনসূয়া সাহা, আলিপুরদুয়ারের কামাখাগুড়ি গার্লস হাইস্কুলের পিয়ালি দাস এবং বালুরঘাট ললিত মোহনের শ্রেয়া মল্লিক। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।
সার্বিক পাশের হারে অনেক পিছিয়ে কলকাতা। সেই তালিকায় সবার ওপকে পূর্ব মেদিনীপুর। পাশের হার ৯৫.৭৫ শতাংশ। আর কলকাতার স্থান দশম।
এ বছর পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। সফল পরীক্ষার ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৯.২৫ শতাংশ।
৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন পরীক্ষার্থী। গতবছর এই সংখ্যাটা ছিল ৫ লক্ষ ৭০ হাজার।
৮০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র মাত্র ৫২ হাজার ৮৭৮। এ বছর উচ্চমাধ্যমিকে আরও কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে। পাসের হার ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৫৮০ জন। ৮০ শতাংশ বা তার বেশি পেয়েছেন এমন পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ৫২ হাজার ৮৭৮।
২০১৯ সালে উচ্চ মাধ্যমিকে পাশের হারে কলকাতা ছিল ২ নম্বরে। ২০২১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়নি। ২০২২ সালে পাসের হারে কলকাতা ১৩ নম্বরে। ২০২৩ সালে পাসের হারে কলকাতা ১০ নম্বরে। শুধু তাই নয়, ১১টি জেলায় পাসের হার ৯০ শতাংশ বা তার বেশি।
Education Loan Information:
Calculate Education Loan EMI