(Source: ECI/ABP News/ABP Majha)
WBBSE WB Board 10th Result 2024: মাধ্যমিকে প্রথম কোচবিহারের চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
WBBSE WB Board 10th Result 2024: পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিনের মাথায় ফলপ্রকাশ করছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ।
কলকাতা: প্রকাশিত মাধ্যমিকের ফল (Madhyamik 2024)। এবছর মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড় সেন। রামভোলা হাইস্কুলরে ছাত্রের প্রাপ্ত নম্বর ৬৯৩।
প্রথম স্থানাধিকারী কোচবিহারের চন্দ্রচূড়: ভোট-পর্বের মধ্যেই পরীক্ষা শেষের ৮০ দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। গতবছরের তুলনায় এ বছর পাসের হার বেড়েছে। মাধ্যমিকে এ বছর ৮৬.৩১%। গতবছর পাসের হার ছিল ৮৬.১৫%। মাধ্য়মিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় কোচবিহারের রামভোলা হাইস্কুলরে ছাত্র। ফলপ্রকাশের পর চন্দ্রচূড় জানিয়েছে চিকিৎসক হতে চায় সে।
মেধাতালিকায় জয়জয়কার জেলার: এবারও টেক্কা জেলার। এ বছর মাধ্যমিকে পাসের হারে সর্বোচ্চ কালিম্পং। দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর, পাসের হারে কলকাতা রয়েছে ৩ নম্বরে, চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। এ বছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। এ বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। এবছর মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৫৭ জন পরীক্ষার্থী। যার মধ্যে জয়জয়কার জেলার।
একনজরে স্থানাধিকারীরা:
- দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর ৬৯২
- মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ
ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল - চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০
- ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক
- দশম স্থানে রয়েছে ১৮ জন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WB Board Madhyamik Result 2024: প্রকাশিত হল মাধ্যমিকের ফল
Education Loan Information:
Calculate Education Loan EMI