WBCHSE: আগামী বছর একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব স্কুলগুলির উপর, জানাল সংসদ
WBCHSE: আগামী বছর একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব স্কুলগুলির উপর, জানাল সংসদ
কলকাতা: ২০২৩-২৪ সালের একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর। জানিয়ে দিলেন সংসদ সভাপতি। রুটিন থেকে শুরু করে প্রশ্নপত্র তৈরি সব দায়িত্বই থাকবে স্কুলের উপর। দ্বাদশের পরীক্ষাই শুধু নেবে সংসদ। জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
https://www.abplive.com/exam-results/wb-board-12th-result-5e6615bf76c62.html
https://news.abplive.com/exam-results/wb-board-higher-secondary-result-5e68a35cb902c.html
একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব স্কুলের: আজ প্রকাশিত হয় উচ্চ মাধ্যমিকের ফল। ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। ফল প্রকাশের পর এদিন আগামী বছরের উচ্চ মাধ্যমিকের দিনক্ষণও জানান তিনি। পাশাপাশি জানিয়ে দেন আগামী বছর একাদশের পরীক্ষা কীভাবে হবে। এদিন সংসদ সভাপতি বলেন, "একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে। তার মধ্যে পরীক্ষা শেষ করতে হবে। ঠিক যেমন বাকি ক্লাসের বার্ষিক পরীক্ষা হয় তেমনই। অন্যান্য স্টেট বোর্ড এবং ন্যাশনাল বোর্ডের যেভাবে একাদশের পরীক্ষা নেয়, সেই অনুযায়ী একাদশের বার্ষিক পরীক্ষার দায়িত্ব থাকবে স্কুলগুলির উপর।''
উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ: প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল। বেলা সাড়ে ১২টা থেকে এবিপি আনন্দর ওয়েবসাইটে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। গতবারের থেকে সংখ্যাটা ১ লক্ষেরও বেশি। মার্কশিট মিলবে ৩১ মে। পরীক্ষা শেষের ৫৭ দিনের মাথায় এবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। পাসের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।
এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ ছাত্রীর সংখ্যা বেশি। এবার মোট পরীক্ষার্থী ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪। এবার পাসের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাসের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাসের হারের নিরিখে প্রথম পূর্ব মেদিনীপুর। ১১ জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি। প্রথম বিভাগে উত্তীর্ণ ৩৮ শতাংশের বেশি। ৩১ মে মার্কশিট বিলি করা হবে। ‘পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি। দুপুর ১২ থেকে ৩.২৫ পর্যন্ত পরীক্ষা।উচ্চমাধ্যমিকে প্রথম দশে ৮৭ জন, গতবছর ছিলেন ২৭২ জন। মেধাতালিকায় প্রথম দশে হুগলি থেকে ১৮ জন।
আরও পড়ুন: Dream Meaning: আপনার স্বপ্নে কি মাঝেমধ্যে কোনও ব্যক্তি উপস্থিত হয়? এর নেপথ্যে কী কারণ রয়েছে?
Education Loan Information:
Calculate Education Loan EMI