Mamata Banerjee: প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
WBCHSE Uchcha Madhyamik Result 2024: উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অকৃতকার্যদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: ভোট-পর্বের মধ্যেই ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার (WBCHSE Uchcha Madhyamik Result 2024) ফল। এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৫৫ হাজার ৩২৪ জন। পাস করেছেন ৬ লক্ষ ৭৯ হাজার ৭৮৪ জন। পরীক্ষার্থীদের উদ্দেশে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি অকৃতকার্যদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
— Mamata Banerjee (@MamataOfficial) May 8, 2024
তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন।
আগামী দিনে তোমরা আরও সফল হবে, দেশের নাম, রাজ্যের নাম উজ্জ্বল করবে - এই প্রার্থনা করি।
আর আজ যারা কোনো কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে…
এদিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের অভিভাবক ও শিক্ষকদেরও জানাই আমার অভিনন্দন। যারা কোনও কারণে সফল হতে পারোনি, তাদের বলব ভেঙে না পড়ে মন দিয়ে চেষ্টা কর। আগামীতে তোমরাও সফল হবে। আমার অগ্রিম শুভেচ্ছা রইল।''
উচ্চমাধ্যমিকের ফলের খুঁটিনাটি: এবছর পরীক্ষা শুরু হয়েছিল ১৬ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। উচ্চ মাধ্য়মিকে পাসের হার ৯০ শতাংশ। ১০টি জেলায় পাসের ৯০ শতাংশের বেশি। উচ্চ মাধ্যমিকে পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। তিন নম্বরে পশ্চিম মেদিনীপুর। প্রথম দশে ১৫টি জেলার ৫৮ জন রয়েছেন। মেধা তালিকায় প্রথম পাঁচে জায়গা করে নিয়েছেন ১২ জন। হুগলি থেকে সবথেকে বেশি ১৩ জন, বাঁকুড়া থেকে ৯ এবং কলকাতা থেকে ৫ জন মেধা তালিকায় রয়েছেন। এই বছর প্রথম ফলাফল পুনর্মূল্যায়নের জন্য তৎকাল পরিষেবা চালু করা হয়েছে। ১০ তারিখ মার্কশিট বিলি করা হবে। পুনর্মূল্যায়নের আবেদন জানানো যাবে ১০-১৩ মে-র মধ্যে। আবেদন পেলে ৭ দিনের মধ্যে রিভাইজ রেজাল্ট পেয়ে যাবেন পরীক্ষার্থীরা। বিকেল ৩টের পর থেকে ফল জানা যাচ্ছে এবিপি আনন্দর ওয়েবসাইটে। wb12.abplive.com-এ গিয়ে শুধু রোল নম্বর দিয়ে সার্চ বাটনে ক্লিক করতে হবে। তবেই স্ক্রিনে দেখা যাবে রেজাল্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: WBCHSE WB HS Results 2024: ১ থেকে ১০-এ ৫৮ জন, দেখে নিন উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ মেধাতালিকা
Education Loan Information:
Calculate Education Loan EMI